প্রশ্ন
হুজুর আমরা অফিসে ৪/৫ জন মিলে ইফতার করি ৷ আমাদের মধ্যে একজন হিন্দু কলগিও আছে ৷ একজন বললেন, তাকে সাথে নিয়ে ইফতার করা ঠিক হবে না ৷ তাই জানতে চাই, হিন্দু ব্যক্তিকে সাথে নিয়ে ইফতার করতে কোনো সমস্যা আছে কি না? এবং তার কাছ থেকে যদি চাঁদা নেই তাহলে ঠিক হবে কি না?
উত্তর
ইসলামী শরয়ীয়তের দৃষ্টিতে অমুসলিমকে সাথে নিয়ে ইফতার করতে কোনো সমস্যা নাই ৷ এবং তার থেকে ইফতারী বাবত চাঁদাও গ্রহন করা যাবে ৷ অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনারা হিন্দু কলিগকে সাথে নিয়ে ইফতার করতে পারবেন ৷ অবশ্য এভাবে সবসময় অমুসলিমকে সাথে নিয়ে ইফতার না করা-ই উত্তম ৷
-বাদায়েউস সানায়ে, ৬/৪৩৯; মুহীতুল বুরহানী,৮/৬৮; ফতওয়ায়ে বাযযাযীয়া, ৬/৩৫৯ ; ফতওয়ায়ে হিন্দিয়া, ৫/২৪৭; রদ্দুল মুহতার,৬/৫২৪ ৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
-বাদায়েউস সানায়ে, ৬/৪৩৯; মুহীতুল বুরহানী,৮/৬৮; ফতওয়ায়ে বাযযাযীয়া, ৬/৩৫৯ ; ফতওয়ায়ে হিন্দিয়া, ৫/২৪৭; রদ্দুল মুহতার,৬/৫২৪ ৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
Leave a comment