প্রশ্ন
আগরবাতি ও কয়েলের ধোঁয়া নাকে গেলে রোযার কোন ক্ষতি হবে কি?
Ñকিতাবুল আসল ২/১৭২; ফাতাওয়া খানিয়া ১/২০৮; মাজমাউল আনহুর ১/৩৬১
উত্তর
আগরবাতি বা কয়েলের ধোঁয়া অনিচ্ছাকৃত নাকে বা গলার ভিতর চলে গেলে রোযার কোন ক্ষতি হবে না। তবে আগরবাতি বা কয়েলের ধোঁয়া ইচ্ছাকৃত নাক দিয়ে টেনে ভিতরে নিলে রোযা ভেঙ্গে যাবে। কিন্তু আগরবাতি বা কয়েলের ধোঁয়া ছাড়া শুধু ঘ্রাণ নিলে রোযা নষ্ট হবে না।
উল্লেখ্য যে, রোযার দিনে আগরবাতি না জ্বালানোই উচিত।
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
কয়েলের ধোঁয়া রোজা
আগরবাতি জ্বালানো কি জায়েজ
রোজা অবস্থায় মশার কয়েল
রোজা রেখে গুল ব্যবহার করা যাবে
রোজা অবস্থায় নীচের কোন ক্ষেত্রে রোজা ভাঙবে না
রোজা রেখে কি কি করা যাবে না