প্রশ্ন
আমরা উত্তরাধিকার সূত্রে অনেক অর্থ-সম্পত্তির মালিক হয়েছি। এ বছর আমি ও আমার আম্মু হজ্বে যাব। আমার এক ছোট ভাই আছে। সে এখনও সাবালক হয়নি। তবে এতটুকু বুঝমান যে, আমাদের দেখাদেখি হজ্বের সকল বিধি-বিধান পালন করতে পারবে। এখন সে আমাদের সাথে হজ্ব করলে বালেগ হওয়ার পর তাকে পুনরায় হজ্ব করতে হবে কি?
উত্তর
নাবালেগের উপর হজ্ব ফরয নয়। নাবালেগ অবস্থায় হজ্ব করলে তা নফল হিসেবে গণ্য হবে। তাই নাবালেগ অবস্থায় হজ্ব করলে বালেগ হওয়ার পর হজ্ব করার সামর্থ্য থাকলে নিজের ফরয হজ্ব করা জরুরি হবে।
-মুসতাদরাকে হাকেম, হাদীস : ১৮১২; সহীহ ইবনে খুযাইমা, হাদীস : ৩০৫০; বাদায়েউস সানায়ে ২/২৯৩; মানাসিক ৩৭; ফাতাওয়া খানিয়া ১/২৮১
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
সম্পত্তির অধিকার আইন ধারা
মেয়েদের সম্পত্তির অধিকার
হিন্দু উত্তরাধিকার আইন ১৯৫৬
হিন্দু নারীর সম্পত্তির অধিকার
সম্পত্তির উত্তরাধিকার আইন ভারত
হিন্দু উত্তরাধিকার আইন সম্পত্তি বন্টন
সম্পত্তির উত্তরাধিকার কাকে বলে
ওয়ারিশ সম্পদ বন্টনের আইন