প্রশ্ন
আমরা জানি যে, হানাফী মাযহাব মতে ইমামের জন্য ইমামতির নিয়ত লাগে না। ইমামতির নিয়ত না করলেও তার পেছনে নামায আদায় করা সহীহ আছে। কিন্তু সেদিন এক আলেম বললেন, হানাফী মাযহাবের মুকতাদি অন্য মাযহাবের ইমামের পিছনে ইকতিদা করলে মুক্তাদির ইকতিদা শুদ্ধ হওয়ার জন্য ইমামের ইমামতিরও নিয়ত করতে হবে। তার এ কথা কি ঠিক? এক্ষেত্রে ইমামের নিয়ত কিরূপ হবে? জানালে কৃতজ্ঞ হব।
উত্তর
ঐ ব্যক্তির কথা ঠিক নয়। অন্য মাযহাবের কোনো ব্যক্তির পিছনে ইকতিদা সহীহ হওয়ার জন্যও ইমামতির নিয়ত জরুরি নয়। ইমাম যদি ইমামতির নিয়ত না-ও করে তবুও সর্বাবস্থায় মুকতাদির ইকতিদা সহীহ হয়ে যাবে। তবে ইমামতির নিয়ত করে নেওয়া ভালো।
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
ইমামের প্রতি মুসল্লিদের দায়িত্ব
ইমামের অনুমতি ছাড়া ইমামতি করা
কোন ইমামের পিছনে নামাজ হবে না
ইমামের পিছনে দাঁড়ানোর নিয়ম
ইমামতির জন্য বয়স
ইমামতির শর্ত কয়টি
ইমামতির অধিক হকদার কে
একজন ইমামের বৈশিষ্ট্য