প্রশ্ন
আমার ছেলে গত মাসে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। সুস্থতার কোনো লক্ষণ না দেখে তার মা মানত করে যে, ছেলে সুস্থ হলে আগামী মাসের প্রথম বৃহস্পতি ও শুক্রবার রোযা রাখবে। পাঁচ-ছয়দিন পর আল্লাহ তাআলা ছেলেকে সুস্থ করে দেন। তার মা বৃহস্পতি ও শুক্রবারে রোযা রাখার জন্য প্রস্তুত ছিল। কিন্তু ঘটনাক্রমে বুধবার থেকে তার মাসিক শুরু হয়ে যায়। এখন ঐ রোযা কি আদায় করা লাগবে? যদি আদায় করতে হয় তাহলে কি পবিত্র হওয়ার পর বৃহস্পতি-শুক্রবারেই রাখতে হবে নাকি যে কোনোদিন রাখলেই চলবে?
উত্তর
পবিত্র হওয়ার পর মানতের ঐ রোযা তাকে রাখতে হবে। অবশ্য পবিত্রতার পর যে কোনোদিন রোযাদুটি রাখতে পারবে। পরবর্তী বৃহস্পতি-শুক্রবার দিন রাখা আবশ্যক নয়।
-ফাতাওয়া হিন্দিয়া ১/২১০; রদ্দুল মুহতার ৩/৭৩৭
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
সম্পর্কিত পোস্ট: আমি মান্নত করেছি যে, দাখিল পরীক্ষায় এ প্লাস পেলে একদিন... রফিক তার দুই ছেলের মাথায় হাত রেখে বলেছে, আমি কসম... এক ব্যক্তি রমযান মাসের শেষ দশকে ইতিকাফের নিয়ত করেছেন। তবে... এক লোক মান্নত করলো, আল্লাহ যদি এই অসুস্থ গরুটি ভাল... আমি একবার খুব জটিল রোগে আক্রান্ত হলাম। তো অসুস্থ অবস্থায়... আমার খালাত ভাই তিনটি বিষয়ে পৃথক পৃথক কসম করেছিল এবং... কসমের কাফফারার পুর্ন টাকা একদিনে একজনকে দিয়ে দেওয়া ৷ জনৈক দরিদ্র মহিলা কসমের কাফফারা হিসাবে তিন দিন রোযা রাখে।... গত বছর একটি ঘটনাকে কেন্দ্র করে আমি রমযানের শেষ দশকে... আমার এক বন্ধু মান্নত করেছে, তার অমুক কাজ সমাধা হলে... আমাদের দেশের সাধারণ লোকজন এভাবে কসম করে থাকে, আমি আল্লাহর... আমাদের এক দূর-সম্পর্কের আত্মীয় কয়েকদিন আগে মারা গেছেন। মারা যাওয়ার... কুরআন শরীফের নামে কসম খাওয়া ৷ আমার এক সহপাঠী কিছুদিন আগে একটি বিষয়ে কসম করে পরে... আমি একবার খুব জটিল রোগে আক্রান্ত হলাম। তখন মানত করলাম... একবার আমার বোন খুব অসুস্থ হয়ে পড়েন। তখন আমার মা... এক ব্যক্তি দুপুরে কর্মস্থল থেকে বাড়িতে এসে দেখে যে, দুপুরের... এক লোকের দুটি ছেলে আছে। দুজনেরই ভিন্ন ভিন্ন সংসার। বাবা-মাও... আমি গত বছর ভীষণ অসুস্থ ছিলাম। তখন আমি মান্নত করেছিলাম... আমাদের এলাকার এক ব্যক্তি দাড়ি রাখার দৃঢ় প্রতিজ্ঞা করতে গিয়ে... আমাদের এখানে প্রতি বছর জলসা হয়। এক বক্তা বললেন, হাদীসে... আমি একটি মান্নত করেছি এভাবে যে, চাকরিটা যদি হয়ে যায়... জনৈক ব্যক্তি মান্নত করেছে, পরীক্ষায় পাশ করলে আজীবন দৈনিক দু... ক) জনৈক ব্যক্তি ইমামের সাথে নামায আদায় করছিল। দাড়ানো অবস্থায়... গরু-ছাগল সদকার মান্নত করার পর তার মূল্য পরিশোধ করা৷ চাচার কাছে শুনেছি দাদীর অনেক জায়গা-জমি ছিল। চাচার বর্ণনা অনুযায়ী... এক ব্যক্তি রমযান মাসে সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করেছেন।... আমি একবার কুরআনের কসম খেয়ে বলি, আমি ... একাজটা অবশ্যই... মাজারে বা পীর মুর্শীদের নামে মান্নত করা ৷ আমার ছোটভাই একবার গুরুতর অসুস্থ হয়ে গেলে আমার মা কুতুববাগ...
আমার ছেলে গত মাসে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। সুস্থতার কোনো… Download করতে কোন ধরনের সমস্যা হলে আমাদেরকে জানান।