প্রশ্ন
আমি ইস্তেঞ্জা থেকে ফারেগ হওয়ার পর অথবা অযু না থাকা অবস্থায়ই কখনো কখনো আযান শুরু হয়ে যায়। এখন প্রশ্ন হল, আযানের উত্তর দিতে হলে অযুর প্রয়োজন আছে কি?
উত্তর
আযানের জওয়াব দেওয়ার জন্য অযু জরুরি নয়। অযু না থাকলেও আযানের জওয়াব দেওয়া যাবে।
-খুলাসাতুল ফাতাওয়া ১/৫০; আদ্দুররুল মুখতার ১/৩৯৬; আলবাহরুর রায়েক ১/২৫৯; মারাকিল ফালাহ ১১০
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
ইস্তেঞ্জার নিয়ম
পায়খানা করার সঠিক সময়
ঢিলা কুলুখ ব্যবহারের বিধান
ইস্তেঞ্জার বিবরণ
আল কাউসার প্রকাশনী
প্রস্রাব করার নিয়ম
আল কাউসার বিভাগ
ইস্তেন্জার সুন্নত