প্রশ্ন
আমি নাবালেগ অবস্থায় আমার মা-বাবার সাথে হজ করেছিলাম। এখন আমি বালেগ এবং আমার হজ করার সামথ আছে। আমার কি আবার হজ করতে হবে?
উত্তর
হ্যাঁ, আপনাকে এখন আবার হজ করতে হবে।কারন নাবালেগ অবস্থায় যে হজ আপনি আদায় করেছেন তা নফল হিসেবে আদায় হয়েছে। এখন আপনাকে ফরজ হজ আদায় করতে হবে।
সুত্রঃ
এ’লায়ুসসুনান ১০/৪৬৮, বাদায়ে’ ২/২৯৩, কাজীখান ১/৬৮১, হেদায়া ১/২৪৩,
সুত্রঃ
এ’লায়ুসসুনান ১০/৪৬৮, বাদায়ে’ ২/২৯৩, কাজীখান ১/৬৮১, হেদায়া ১/২৪৩,
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এক নজরে হজের কার্যক্রম
ওমরা হজ করতে কত দিন লাগে
হজ্ব
হজ্জে ইফরাদ ও তামাত্তুর মধ্যে পার্থক্য
নফল হজ্জ কি
হজ্জ করার নিয়ম
ওমরার ফরজ ও ওয়াজিব
হজ্জ ও উমরাহ সফরে সহজ গাইড pdf