প্রশ্ন
আমি হজ্বের এহরাম অবস্থায় একদিন পায়ের গোছা খুব চুলকাই। এতে আমার ৬/৭টি পশম পড়ে যায়। জানতে চাই যে, এতে কি আমার কোনো কাফফারা দিতে হবে? দিতে হলে তা কি দেশে দেওয়া যাবে?
উত্তর
উক্ত কারণে আপনার উপর একটি ফেতরা পরিমাণ খাদ্যশস্য বা তার মূল্য সদকা করা ওয়াজিব। এই সদকা আপনি এখানেও আদায় করতে পারেন। তবে ‘হরম’ এলাকায় দেওয়া উত্তম।
-বাদায়েউস সানায়ে ২/৪২২; মানাসিকে মুল্লা আলী পৃ. ৩২৭; গুনয়াতুন নাসিক পৃ. ২৬৩,২৫৬
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ করলে দম দিতে হয়। প্রশ্ন হলো দম কি
ইহরাম বাঁধার পূর্বে করণীয়
ইহরামের কাপড়ের মাপ
ইহরাম বাঁধা অবস্থায় কোন কাজটি করলে হজ বাতিল হয়ে যায়
মহিলাদের ইহরাম
ইহরামের কাপড় কয়টি
ইহরাম কোন ভাষার শব্দ
ইহরামের কাপড়ের দাম