প্রশ্ন
হুজুর আমি পান খাই৷ সাহরীর সময়ও পান খেতে হয়৷ আমাদের এলাকায় গতকাল সাহরীর শেষ সময় ছিল ৩:৩৫ ৷ আযান হয় ৩:৪০৷ গতকাল সাহরীর সময় শেষ হওয়ার পরও আমার মুখে পান ছিল৷ আযান শুরু হওয়ার পর কুলি করে পানী পান করি৷ একজন বললেন আযান শেষ হওয়া পর্যন্ত খাওয়া যায়৷ জানার বিষয় হল, তার কথা কতটুকু সঠিক? আমার রোযা হয়েছে কি না? না হলে আমার করনীয় কি?
উত্তর
সাহরী সময় সুবহে সাদেক পর্যন্ত৷ আর সুবহে সাদেকের পর কিছু খেলে রোযা ভেঙ্গে যায়৷ আর আযানের সময় সুবহে সাদেকের পর৷ প্রশ্নে বর্নিত সুরতে আপনার এলাকায় যদি ৩:৪০ মিনিটে আযান হয়ে থাকে৷ তাহলে আপনি সুবহে সাদেকের পর পানি পান করেছেন৷ আর সুবহে সাদেকের পর পানি পান করার কারণে আপনার রোযাটি ভেঙ্গে গেছে৷ উক্ত রোযাটি কাযা করতে হবে৷ তবে কাফ্ফারা দিতে হবে না ৷
সুতরাং যিনি বলেছেন আযান শেষ হওয়া পর্যন্ত সাহরী খাওয়া যায় তার কথা সম্পুর্ন ভুল ৷
-আদদুররুল মুখতার ২/৪০৬; ফতওয়ায়ে হিন্দিয়া ১/১৯৪; তাহতাবী আলাল মারাকী ৫৫৬; ফতওয়ায়ে মাহমুদিয়া ১৫/১৬৫ ৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
সুতরাং যিনি বলেছেন আযান শেষ হওয়া পর্যন্ত সাহরী খাওয়া যায় তার কথা সম্পুর্ন ভুল ৷
-আদদুররুল মুখতার ২/৪০৬; ফতওয়ায়ে হিন্দিয়া ১/১৯৪; তাহতাবী আলাল মারাকী ৫৫৬; ফতওয়ায়ে মাহমুদিয়া ১৫/১৬৫ ৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
আজানের সময় খাওয়া যাবে কি
আজানের সময় খেলে কি রোজা হবে
আজানের সময় সেহরি খাওয়া যাবে কি
আযানের সময় পানি খেলে রোজা হবে
সেহরির শেষ সময় কিভাবে নির্ধারণ করা হয়
সেহরি খাওয়ার সময় আযান দিলে
শুধু পানি খেয়ে কি রোজা রাখা যায়
সেহরির সময় উঠতে না পারলে