প্রশ্ন
ইমামের পিছনে নামায পড়া অবস্থায় প্রথম বৈঠকে তাশাহহুদ পড়ার পর মুক্তাদি যদি ভুলে দরূদ শরীফ পড়ে ফেলে তাহলে তার করণীয় কী? তার উপর কি সাহু সিজদা ওয়াজিব হবে?
উত্তর
না, সাহু সিজদা ওয়াজিব হবে না। কেননা মুক্তাদির ভুলের কারণে সাহু সিজদা ওয়াজিব হয় না।
উল্লেখ্য, খুশুখুযু ও একাগ্রতার সাথে নামায আদায়ের ব্যাপারে যতœবান হতে হবে।
Ñমুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস ৪৫৬০; কিতাবুল আসল ১/১৯৭; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৩; বাদায়েউস সানায়ে ১/৪২০; শরহুল মুনইয়াহ ৪৬৪
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
তাশাহুদ পড়া কি ওয়াজিব
নামাজে তাশাহুদ পড়ার হুকুম কি
মাসবুক শেষ বৈঠকে কি পড়বে
প্রথম বৈঠকে তাশাহহুদের পর দরুদ পড়ে ফেললে
নামাজে বৈঠকে কি কি পড়তে হয়
মুক্তাদির নামাজ
নামাজের প্রথম বৈঠকে কি পড়তে হয়
তাশাহুদ না পড়লে কি নামাজ হবে