প্রশ্ন
অনেক সময় দেখা যায় স্ত্রীর সাথে কথা বলার সময় বা খেলা করার সময় বা স্পর্শ করলে উত্তেজনা সৃষ্টি হয়, আবার কখনো এমনি উত্তেজনা সৃষ্টি হয়ে লজ্জাস্থান দিয়ে হালকা পাতলা পানি বের হয়৷ এমতাবস্থায় করনীয় কি? তখন গোসল ফরজ হয়ে যায়? নাকি অযু করলেই চলবে?
উত্তর
প্রশ্নোক্ত সুরতে উত্তেজনার ফলে বীর্য বের হবার আগে যে পানি লজ্জাস্থান দিয়ে বের হয়, নারী হোক পুরুষ হোক সেটিকে মযী বলা হয়৷ মযী বের হলে অজু ভেঙ্গে যায়। যেমন প্রস্রাব বের হলে অযু ভেঙ্গে সায়৷
তবে গোসল করা ফরজ হয় না। তাই যে স্থানে বা কাপড়ের যেই অংশে তা লেগেছে তা ধুয়ে নামায পড়া যাবে।
দলিলঃ
হেদায়া ১/৫৯; বাদায়েউস সানায়ে ১/৪২৯; ফতওয়ায়ে শামী ১/৩১৩৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
তবে গোসল করা ফরজ হয় না। তাই যে স্থানে বা কাপড়ের যেই অংশে তা লেগেছে তা ধুয়ে নামায পড়া যাবে।
দলিলঃ
হেদায়া ১/৫৯; বাদায়েউস সানায়ে ১/৪২৯; ফতওয়ায়ে শামী ১/৩১৩৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন