প্রশ্ন
একব্যক্তি কাপড়ের মোজার উপর চামড়ার মোজা পরিধান করে তার উপর মাসহ করে। তার মাসহ কি সঠিক হয়েছে?
উত্তর
হ্যাঁ, কাপড়ের মোজার উপর চামড়ার মোজা পরিধান করলেও মাসহ করা জায়েয। অবশ্য চামড়ার মোজা পায়ের সাথে এঁটে থাকতে হবে এবং এতে অন্যান্য শর্তও থাকতে হবে।
-শরহুল মুনয়া পৃ. ১১২; রদ্দুল মুহতার ১/২৬৯
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার