প্রশ্ন
এক ব্যক্তি বিবাহের কিছুদিন পরে বিদেশ চলে যায়। সেখান থেকে স্ত্রীর জন্য দশ হাজার টাকা মূল্যের মোবাইল সেট পাঠায়। এরপর বিভিন্ন সমস্যার কারণে স্বামী স্ত্রীকে তালাক দেয়। তালাকের পর মোহর আদায়ের সময় স্বামী ঐ মোবাইলকে মোহরের অন্তর্ভুক্ত ধরে এবং বলে যে, আমি সেটা মোহর হিসেবেই দিয়েছি। কিন্তু তালাক দেওয়ার পূর্বে মোবাইল মহর হিসাবে দেওয়ার কথা জানায়নি। স্ত্রী মহর হিসাবে ধরতে সম্মত নয়। সে বলছে, মোবাইল কি মোহর হয়? জানতে চাই, উক্ত স্বামী এই মোবাইল মোহরের হিসেবের মধ্যে ধরতে পারবে কি না?
উত্তর
আমাদের সমাজে মোবাইল বা এ ধরনের ব্যবহারিক সামগ্রী মোহর হিসেবে দেওয়ার প্রচলন নেই। তাই এ জাতীয় দ্রব্যাদি মোহর হিসেবে দিতে চাইলে পূর্বেই স্ত্রীর সম্মতি নেওয়া জরুরি। অন্যথায় তা উপহার হিসেবে দেওয়া হয়েছে বলেই ধর্তব্য হবে। সুতরাং প্রশ্নের বর্ণনা অনুযায়ী যেহেতু মোবাইলটি দেওয়ার সময় স্ত্রীর সাথে সেটা মোহর হিসেবে দেওয়ার কথা হয়নি তাই এখন সেটাকে মোহর হিসেবে গণ্য করার অবকাশ নেই।
-আলমুহীতুল বুরহানী ৪/১৫০; ফাতহুল কাদীর ৩/২৫৬; খুলাসাতুল ফাতাওয়া ২/৩২; তাবয়ীনুল হাকায়েক ২/১৫৮; আলবাহরুর রায়েক ৩/১৮৪; ফাতাওয়া বাযযাযিয়া ৪/১৩১; আদ্দুররুল মুখতার ৩/১৫১
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
সম্পর্কিত পোস্ট:
- এক দোকানে চোরাই মোবাইল, মেমোরি কার্ড, চার্জার ইত্যাদি স্বল্প মূল্যে...
- আমি এক মোবাইল সার্ভিসিং সেন্টারে একটি এন্ড্রয়েড সেট সার্ভিসের জন্য...
- পকেটে মোবাইল নিয়ে আমি ঘুমানোর পর স্বপ্নদোষ হওয়ার কারনে স্কীনে...
- মোবাইলের রিংটোন হিসাবে ‘সালাম’-এর ব্যবহার৷
- গান বাজনা ও বাদ্যযন্ত্র৷
- এক লোক একটি হাঙ্গেরি মোবাইল সেট ক্রয়ের উদ্দেশ্যে এক মোবাইল...
- আমার কাধে ঝোলানো একটি ছোট ব্যাগ থাকে। যার মাঝে সফরে...
- আমার বন্ধুর বারো হাজার টাকা দামের একটি মোবাইল তার কাছে...
- মুফতী সাহেব! আমার একটি প্রশ্ন, আমাদের মোবাইলের ভেতর পুর্ন কুরআন...
- জামালপুর শহরের কেন্দ্রে আমার একটি বেশ বড় মুদি দোকান আছে।...
- ক) আমরা জানি যে, ব্যভিচার প্রমাণ হওয়ার জন্য চারজন প্রত্যক্ষদর্শী...
- ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্যের আলোচনা কি দুনিয়াবী কথাবার্তার অন্তর্ভুক্ত? মসজিদে বসে...
- মোবাইল বা এ জাতিয় বস্তু স্ত্রীকে মোহর হিসেবে দেয়া৷
- আমাদের এলাকায় জামে মসজিদ কমিটি আমাদের গ্রামের এক বাসিন্দা থেকে...
- বর্তমানে আমরা যে মোবাইল মনি অর্ডার, বিকাশের মাধ্যমে কোথাও টাকা...
- পরনারীর সাথে মোবাইলে কথা বলার সময় সালাম আদান-প্রদান৷
- ফেইসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে অনেকে সংক্ষেপে এভাবে সালাম দেয় "সালাম"...
- মসজিদের ভেতর টিভি, চ্যানেলযুক্ত মোবাইল দিয়ে ক্রিকেট খেলা দেখা ও...
- ভিডিও ক্যামেরাযুক্ত মোবাইল ক্রয় বিক্রয়৷
- ভুল নাম্বারে ফ্লেক্সি হলে টাকা কে দিবে?
- আমার পরিচিত বিশ্বস্ত এক ব্যবসায়ীকে আমি কিছু টাকা দিয়েছি। সে...
- আমার মামার মোবাইলের পার্টসের দোকান আছে। মামা চীন থেকে মাল...
- মোবাইল বা কম্পিউটার স্ক্রীণে থাকার কুরআন স্পর্শ ও এ্যাপস নিয়ে টয়লেটে গমণের বিধান!
- মুসাফাহা করে হাত বুকে লাগানো৷
- মসজিদে বসে ফেইসবুক ইত্যাদি ব্যবহার করা৷
- আমি আমার এক বন্ধুর কাছে পাঁচ হাজার টাকায় একটি মোবাইল...
- আমি ফেইস বুকের মাধ্যমে ইসলাম প্রচার করতে চাই, কিন্তু ফেইসবুকে...
- রেডিও টেলিভিশন ও মোবাইল থেকে কোরান তিলাওয়াত শোনার সময় সিজদার...
- আমি এক প্রবাসী। আমার বিবাহ ঠিক হয়েছে, কিন্ত আমার ছুটি...
- আমাদের এলাকায় রাস্তার পাশে ফুটপাথে ছোটছোট দোকান বসে। ঘড়ি, লাইট,...
এক ব্যক্তি বিবাহের কিছুদিন পরে বিদেশ চলে যায়। সেখান থেকে… Download করতে কোন ধরনের সমস্যা হলে আমাদেরকে জানান।