কওমী সনদের স্বীকৃতি দ্রুত বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহবান জানিয়ে চট্টগ্রাম জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা আবদুল হালীম বোখারী বলেছেন, কওমী সনদের স্বীকৃতি মাদরাসা শিক্ষার্থীদের অধিকার। অবিলম্বে কওমী সনদের স্বীকৃতির আইন সংসদে পাশ করতে হবে।
তিনি বলেন, কওমী সনদের স্বীকৃতির দাবীতে এদেশের সকল ওলামায়ে কেরাম এখন এক বিন্দুতে ঐক্যবদ্ধ। কওমী মাদ্রাসার দাওরায়ে হাদীসের সনদের স্বীকৃতি করুণা নয় এটা আমাদের অধিকার। তাই সরকারের উচিৎ এটা দ্রুত বাস্তবায়ন করা।
গতকাল জামেয়া ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম -এর ৮০তম দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনের দ্বিতীয় দিনে সমাপনী অধিবেশনের সভাপতির
বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আল্লামা বোখারী জামেয়ার বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সফল করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে আন্তরিক মোবারকবাদ জানান।
অন্যান্যের মধ্যে আরো তাকরির পেশ করেন জামেয়া মাছিহুল উলুম ভারত-এর মুহতামিম মাওলানা শুয়াইবুল্লাহ, জামেয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুফতি আহমদ উল্লাহ পাকিস্তানের আল্লামা তালহা কাসেমী, চট্টগ্রাম দারুল মা’আরিফ মাদরাসার মুহতামিম মাওলানা সুলতান যওক নদভী, লোহাগাড়া রাজঘাটা হোসাইনিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা সাইদুল আলম আরমানী, মাওলানা খোরশেদ আলম কাসেমী, চট্টগ্রাম ওমর গনি এম,ইএইচ কলেজের অধ্যাপক আ ফ ম খালেদ হোসাইন, জামেয়া নানুপুর ওবাইদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা সালাহ উদ্দীন,বাঁশখালী মনকিচর মাদরাসার মুহতামিম মাওলানা আবু বকর,ফটিকছড়ি রাবার বাগান মাদরাসার মুহতামিম মাওলানা সিদ্দীকি আহমদ,মাওলানা মুফতি আরশাদ রাহমানী, মাওলানা এমদাদ উল্লাহ নানুপুরী প্রমুখ।