প্রশ্ন
কয়েক মাস আগে আমি অসুস্থ ছিলাম। তখন মানত করেছি, সুস্থ হলে আমাদের বাজার মসজিদে একটি আইপিএস কিনে দিব। আলহমাদুলিল্লাহ, আমি এখন সুস্থ হয়েছি। কিছুদিন পূর্বে আমাদের মসজিদে আইপিএস কেনা হয়েছে। এখন আমি অন্য কোনো মসজিদে আইপিএস কিনে দিলে ঐ মানত পুরা হবে কি? দয়া করে জানাবেন।
উত্তর
প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার ঐ কথা মূলত নফল দানের ওয়াদা। নির্দিষ্ট মসজিদে না দিয়ে অন্য মসজিদে আইপিএস দিলেও ঐ ওয়াদা পূর্ণ হয়ে যাবে। এতে কোনো অসুবিধা হবে না।
-বাদায়েউস সানায়ে ৪/২২৮; রদ্দুল মুহতার ৩/৭৩৫; ফাতহুল কাদীর ৪/৩৭৪
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
মানত আল কাউসার
শিরকী মান্নতের পশু ক্রয়
সদকার টাকা কি মসজিদে দেওয়া যাবে
মানত আত তাহরীক
অসুস্থ ব্যক্তির জন্য সদকা
মান্নত কে খেতে পারবে
মান্নতের মাসয়ালা
দান সদকা করার নিয়ম