প্রশ্ন
হুজুর আমার কাছে প্রায় তিন লক্ষ টাকা আছে ৷ আমি যাকাত আদায় করি, কুরবানী দেই৷ এছাড়া আমার ঘর বাড়ি ও কিছু চাষী জমি ছাড়া আর কিছুই নেই ৷ চাকরির বেতন সাংসারিক কাজে ব্যয় হয়ে যায় ৷ জানার বিষয় হল, আমার উপর হজ্ব ফরয কি না? কার উপর কি পরিমান মাল থাকলে হজ্ব ফরয হয়? জানিয়ে বাধিত করবেন ৷
উত্তর
হজ্ব ফরয হয় এমন প্রাপ্ত বয়স্ক সুস্থ সবল ব্যক্তির উপর যার দৈনন্দিন নিত্য প্রয়জনীয় খরচ বাদে হজ্ব করতে আবশ্যকীয় প্রয়োজনে যে পরিমাণ টাকা প্রয়োজন তথা যাওয়া আসা, সেখানে থাকা খাওয়া ইত্যাদি পরিমাণ টাকা আছে। যাকাতের মত হজ্বের নির্ধারিত পরিমান কোনো নেসাব নেই ৷
অতএব দেখতে হবে বর্তমানে হজ্ব করতে গেলে কত টাকা লাগে। সে পরিমান টাকা যদি আপনার নিকট প্রয়োজন অতিরিক্ত থাকে তাহলে আপনার উপর হজ্ব করা আবশ্যক হবে ৷ অন্যথায় আবশ্যক হবে না ৷
-সূরা আল ইমরান, আয়াত: নং ৯৭; সহীহ বুখারী, হাদীস নং; ৮; সহীহ মুসলিম হাদীস নং: ১৬; বাদায়েউস সানায়ে,২/২৯৭; রদ্দুল মুহতার, ৩/৪৬০; বাহরুর রায়েক ২/৫৪৪৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
অতএব দেখতে হবে বর্তমানে হজ্ব করতে গেলে কত টাকা লাগে। সে পরিমান টাকা যদি আপনার নিকট প্রয়োজন অতিরিক্ত থাকে তাহলে আপনার উপর হজ্ব করা আবশ্যক হবে ৷ অন্যথায় আবশ্যক হবে না ৷
-সূরা আল ইমরান, আয়াত: নং ৯৭; সহীহ বুখারী, হাদীস নং; ৮; সহীহ মুসলিম হাদীস নং: ১৬; বাদায়েউস সানায়ে,২/২৯৭; রদ্দুল মুহতার, ৩/৪৬০; বাহরুর রায়েক ২/৫৪৪৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন