প্রশ্ন
আমরা জানি রাসূল সাঃ এর নাম উচ্চারন করলে দরুদ পড়তে হয় ৷ কালিমা তাইয়্যিবার মধ্যেও রাসূল সাঃ এর নাম আছে ৷ তাই জানার বিষয় হলো, কালিমায়ে তাইয়্যিবার সাথে দরূদ পড়া যাবে কি না?
উত্তর
রাসূল সাঃ এর নাম উচ্চারণ করলে দরূদ পড়তে হয় এই নিয়ম হিসাবে কালিমা তাইয়্যিবার পর দরূদ শরীফ পড়া যাবে। তবে কিছুটা বিরতি দিয়ে পড়বে। যেন দরূদ শরীফ কালিমার অংশ বলে মনে না হয়। কারন দরূদ শরীফ কালিমা তাইয়্যিবার অংশ নয়। কালিমা তাইয়্যিবা হচ্ছে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’। এ পর্যন্ত পড়ে একটু বিরতি দিয়ে দরুদ পড়বে ৷ তবে কালিমার পর দরুদ পড়া আবশ্যক নয় ৷ আর যেহেতু দরুদ কালিমার অংশ নয় তাই অনেক আলেমগন অংশ মনে করে ফেলার আশংকায় দরুদ না পড়ার মত পোষন করেন ৷
-ফাতাওয়া উসমানী ১/৫৮ ৷ মুফতী মেরাজ তাহসীন মুফতী: জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
-ফাতাওয়া উসমানী ১/৫৮ ৷ মুফতী মেরাজ তাহসীন মুফতী: জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন