প্রশ্ন
কিছুদিন আগে আমার চাচির পূর্ণ দেহবিশিষ্ট একটি মৃত সন্তান ভূমিষ্ট হয়। আমরা তার কাফন-দাফনের ব্যাপারে আমাদের মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি। তিনি বলেন, তাকে গোসল দিয়ে একটি কাপড়ে পেঁচিয়ে কবর দিয়ে দিতে হবে। তখন আমরা হুযুরের কথামতো তাই করি। প্রশ্ন হল, আমাদের জন্য কি মৃত শিশুটিকে গোসল দেওয়া ঠিক হয়েছে?
উত্তর
হাঁ, ঐ মৃত সন্তানটিকে গোসল দেওয়া ঠিক হয়েছে। কেননা পূর্ণ সন্তান মৃত ভূমিষ্ট হলে তাকে গোসল দেওয়া এবং কাফন পরিয়ে দাফন করাই শরীয়তের বিধান।
-ফাতাওয়া খানিয়া ১/১৮৭; খুলাসাতুল ফাতাওয়া ১/২১৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫৯; ইমদাদুল ফাত্তাহ ৬২৮
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
গর্ভে সন্তান মারা গেলে ইসলাম কি বলে
নাবালক সন্তান জন্মের পরে মারা গেলে
মৃত বাচ্চার জানাজা
মৃত বাচ্চার নাম রাখা
ছোট বাচ্চার জানাযার দোয়া
মৃত বাচ্চার গোসলের নিয়ম
শিশুর জানাযার নিয়ম
মৃত সন্তান জন্ম