প্রশ্ন
আমি কুরবানীর ঈদের তিন মাস আগে কুরবানীর উদ্দেশ্যে একটি গাভী ক্রয় করেছি। কুরবানীর আগে সেই গাভীটির একটি বাচ্চা হয়েছে। জানার বিষয় হল, এ বাচ্চাটির ব্যাপারে শরীয়তের হুকুম
কী?
উত্তর
উক্ত বাচ্চাটি সদকা করে দিতে হবে। অবশ্য জবাই না করে জীবিত সদকা করে দেওয়া উত্তম। আর যদি জবাই করে দেয় তবে তার গোশত সদকা করে দেওয়া ওয়াজিব হবে। -আদ্দুররুল মুখতার ৬/৩২২; ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪৪৩; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩২২৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
সম্পর্কিত পোস্ট: প্রতি বছর আমরা ছয় ভাই মিলে একটি গরু কুরবানী করি।... কুরবানীর সময় আমরা কুরবানীর পশু কিনতে হাটে যাই। প্রত্যেক পশু... এক ব্যক্তি উমরা করতে যায়। কিন্তু সে উমরার তাওয়াফ সাঈ... একজন মহিলাকে বলতে শুনেছি, কুরবানীর দিন পশু জবাই করার আগ... আমাদের এলাকার কুরবানীর পশু যবাই, গোশত বানানো ইত্যাদি কাজের বিনিময়ে... আমার এক পরিচিত লোক, যার উপর কুরবানী ওয়াজিব। গত কুরবানীর... আমার পিতা একজন মাদরাসার শি ক্ষক ছিলেন। তার কুরবানী করার... আমার কাছে একটি জমি আছে। ঐ জমির উপার্জন দ্বারা আমার... আমাদের সমাজে কোরবানীর পশুর চামড়া, পশু থেকে ছাড়ানোর আগেই বিক্রি... আমরা জানি, হযরত ইবরাহীম আ.-এর কুরবানীর ঘটনা তাঁর পুত্র হযরত... এ বছর আমরা একটি গরু কুরবানী করেছি। যবাইয়ের জন্য যখন... কুরবানীর গোশত কতদিন জমিয়ে রেখে খেতে পারবে? এই কুরবানীর ঈদের নামাযে ইমাম সাহেব রুকুর আগে দাড়িয়ে তিনটি... আমরা তিনজন মিলে একটি গরু কুরবানী করেছি। গরুটির মূল্য সত্তর... আমাদের একটা গরু আছে। কোনো এক রোগের কারণে যার লেজের... এক ব্যক্তির একটি গরু আছে। সে মান্নত
করেছে যে, আমি আল্লাহর... আমাদের এলাকায় প্রসিদ্ধ আছে যে, বাকিতে কুরবানীর পশু ক্রয় করলে... কেমন পশু দ্বারা কুরবানী করা উত্তম? আমরা সাত ভাই। প্রতি বছর আমরা সবাই মিলে একটি গরু... কোনো কোনো গ্রামে দেখা যায়, ঈদুল আযহার দ্বিতীয় দিন অথবা... প্রতি বছর কুরবানীর পর আমাদের বাসায় প্রচুর পরিমাণে চর্বি জমা... আমাদের এলাকার সাধারণ লোকজন মনে করে, একটা গরু বা একটা... প্রতি বছর আমরা ছয় ভাই একটি গরু কুরবানী করি। একটি... আমরা প্রতিবছর কোরবানীর সময় পশু জবাই করার জন্য একটি জমি... প্রতি বছর আমরা নির্দিষ্ট পাঁচ শরিক মিলে কুরবানী করি। এ... গরু-ছাগলের যদি অধিকাংশ দাঁতই না থাকে , এমনকি দু-একটি ছাড়া... হজ্ব সম্পন্ন করার পর সাধারণত হাজ্বী সাহেবগণ মাথা মুণ্ডিয়ে থাকেন... কুরবানীর পশু ক্রয় করার পর যদি মারা যায় অথবা চুরি... শরিকে কুরবানীতে এক অংশ নিয়ে টাকা কম দেয়া ও নেয়া৷ একজনকে বলতে শুনেছি, ছয় মাসের ছাগল যদি এমন হৃষ্টপুষ্ট হয়...
কুরবানীর জন্য ক্রয়কৃত পশুর বাচ্চা হলে করনীয়৷ Download করতে কোন ধরনের সমস্যা হলে আমাদেরকে জানান।