প্রশ্ন
হযরত একটি প্রশ্ন ! লোকমুখে শোনা যায় কুরবানীর দিন হাস মুরগী যবাই করা যাবে ৷ আবা কেউ কুরবানী করতে সামর্থ না থাকায় কুরবানীর দিন মুরগী বা হাঁস যবাই করে থাকে৷ জানার বিষয় হল, কুরবানীর দিন হাঁস- মুরগী ইত্যাদি যবাই করা জায়েয আছে কি?
উত্তর
কুরবানীর দিন কুরবানীর নিয়ত করে কিংবা কুরবানীর সাদৃশ্য অবলম্বনের উদ্দেশ্যে হাঁস, মুরগী যবাই
করা বৈধ হবে না। তবে কুরবানীর নিয়ত ব্যতিত কেবল খাওয়ার উদ্দেশ্যে হাঁস, মুরগী ইত্যাদি যবাই করা জায়েয। এতে দোষের কিছু নেই।
-ফাতাওয়া বাযযাযিয়া ৩/২৯০; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩০০; আদ্দুররুল মুখতার ৬/৩১৩৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতী জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
সম্পর্কিত পোস্ট: আমার কাছে কিছু টাকা আছে। কী পরিমাণ টাকা থাকলে কুরবানী... হজ্বের সফরে আমি একটি সমস্যায় পড়ে থাকি। তা হল, হজ্বের... মুরগী জবাই করার সময় আল্লাহু আকবার বলা
এবং উত্তর-দক্ষিণ দিকে দাঁড়ানো... আমরা জানি, হযরত ইবরাহীম আ.-এর কুরবানীর ঘটনা তাঁর পুত্র হযরত... কিরান বা তামাত্তু হজ্ব আদায়কারীর ওপর দমে শোকর ওয়াজিব। তার... আমি এবার হজ্বে যাচ্ছি। তামাত্তু হজ্ব করার ইচ্ছা আছে। কিন্তু... গরু-ছাগলের যদি অধিকাংশ দাঁতই না থাকে, এমনকি দু-একটি ছাড়া সবগুলো... আমি ও আমার স্ত্রী দেশেই থাকি। কিন্তু আমাদের ছেলে-মেয়ে সবাই... ছয়জন মিলে মৃত বাবার পক্ষ থেকে এক ভাগ দিয়ে কুরবানী৷ কুরবানীর পশুর কান বা লেজ কী পরিমাণ না থাকলে বা... গত বছর আমাদের কুরবানী পশুটির ট্রাক থেকে নামানোর সময় এক... আমাদের পরিবারে কুরবানীর গোশত দিয়ে গরীব মহিলাদেরকে দাওয়াত খাওয়ানোর রেওয়াজ... এক লোক গরু যবাই করার জন্য আমাকে তার বাসার কাছে... আমি কুরবানীর পশু খরিদ করার জন্য হাটে যাই। অসতর্কতাবশত একটি... খালিদ ৭ হাজার টাকা বেতনে চাকরি করে, যার দ্বারা মোটামুটিভাবে... আমরা জানি, গরুতে একাকী বা সাত শরীকে কুরবানী করা জায়েয।... আমরা সহোদর তিনভাই মিলে প্রতি বছর একটি গরু কুরবানী করি।... একজন মহিলাকে বলতে শুনেছি, কুরবানীর দিন পশু জবাই করার আগ... আমাদের মহল্লা-মসজিদের নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজে অনেক অর্থ প্রয়োজন।... আমাদের এলাকায় প্রসিদ্ধ আছে যে, বাকিতে কুরবানীর পশু ক্রয় করলে... কোনো অংশীদারের শুধু গোশত খাওয়ার নিয়ত হলে, অথবা কারো উপার্জন হারাম হলে কুরবানীর হুকুম৷ গত কুরবানী ঈদের আগের দিন আমার এক আত্মীয় মারা যায়।... কুরবানীর গোশত কতদিন জমিয়ে রেখে খেতে পারবে? স্বামীর নিকট স্ত্রী মোহরের কিছু টাকা পাবে। কিছু টাকা নগদ... আমার এক ভাই কুরবানীর ঈদের পরপরই ওলিমার তারিখ নির্ধারণ করে।... ক) যদি কুরবানীর পশুর পেটে মৃত বাচ্চা পাওয়া যায় তবে... তামাত্তু হজ্বকারী উকুফে আরাফার আগে উমরা সম্পন্ন করতে পারেনি। এক্ষেত্রে... ক) এক ব্যক্তির ছেলে খুব অসুস্থ ছিল। এক পর্যায়ে সে... জনৈক ব্যক্তি মান্নত করেছে যে, তার অমুক কাজটি পূর্ণ হলে... জনাব,আমি কুরবানির সময় আমার মরহুম বাবার নামেও কুরবানি দিয়ে থাকি।...
কুরবানীর দিন হাঁস-মুরগী যবাই করার বিধান৷ Download করতে কোন ধরনের সমস্যা হলে আমাদেরকে জানান।