প্রশ্ন
হুজুর আমার ছোটবোনের পা কেটে গেছে ৷ ক্ষতস্থান সব সময় ব্যান্ডেজ করা থাকে। তাই অযুর সময় ব্যান্ডেজের উপর মাসাহ করে । মাঝে মাঝে ব্যান্ডেজ পরিবর্তন করতে হয়। জানতে চাই, ব্যান্ডেজ খোলার কারণে কি অযু ভেঙ্গে যায়? অযু থাকা কালিন ব্যান্ডেজ পরিবর্তন করলে কি পুনরায় অযু করতে হবে?
উত্তর
ক্ষত ভালো হওয়ার আগে ব্যান্ডেজ খুলে গেলে বা খোলা হলে অযু বা মাসাহ কিছুই নষ্ট হয় না। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে ব্যান্ডেজ পরিবর্তন করার কারণে অযু নষ্ট হয়নি ৷ তাই অযু পুনরায় করে নেওয়া আবশ্যক নয় ৷ তবে এক্ষেত্রে ব্যান্ডেজ পরিবর্তনের পর পুনরায় মাসাহ করে নেওয়া উত্তম।
তবে ক্ষত ভালো হয়ে যাওয়ার কারণে ব্যান্ডেজ খুলে গেলে বা খোলা হলে পূর্বের মাসাহ বাতিল হয়ে যাবে ৷ এক্ষেত্রে ক্ষতস্থান ধুয়ে নিলেই পূর্বের অযু বহাল থাকবে৷
-ফাতাওয়া খানিয়া ১/৫১; বাদায়েউস সানায়ে ১/৯১; ফাতাওয়া তাতারখানিয়া ১/২৮৬; রদ্দুল মুহতার ১/২৭৯ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
তবে ক্ষত ভালো হয়ে যাওয়ার কারণে ব্যান্ডেজ খুলে গেলে বা খোলা হলে পূর্বের মাসাহ বাতিল হয়ে যাবে ৷ এক্ষেত্রে ক্ষতস্থান ধুয়ে নিলেই পূর্বের অযু বহাল থাকবে৷
-ফাতাওয়া খানিয়া ১/৫১; বাদায়েউস সানায়ে ১/৯১; ফাতাওয়া তাতারখানিয়া ১/২৮৬; রদ্দুল মুহতার ১/২৭৯ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
হাত কেটে গেলে ওযু করার নিয়ম
গোসল ফরজ অবস্থায় মারা গেলে
ব্যান্ডেজের উপর ওযু করার নিয়ম
বেন্ডেজ
পায়ে ব্যান্ডেজ
ফরজ গোসল ছাড়া নামাজ
ফরজ গোসল দেরিতে করা যাবে কিনা
পট্টির উপর মাসেহ