প্রশ্ন
হুজুর আমার স্ত্রী গর্ভবতী ৷ ডাক্তার বলেছে এখন রোযা রাখলে বাচ্চার ক্ষতি হওয়া আশংকা রয়েছে ৷ তাই সে যেন রোযা না রাখে ৷ জানাতে তাই শরীয়ত এ ব্যপারে কি বলে? আমার স্ত্রীর রোযা না রাখার সুযোগ আছে কি না? জানালে উপকৃত হব ৷
উত্তর
ইসলামী শরীয়ত অনুযায়ী গর্ভবতী নারীর রোযা রাখার কারণে গর্ভের বাচ্চার ক্ষতির আশংকা হলে রোযা না রাখার সুযোগ রয়েছে ৷ এবং তার জন্য রোযা ভাঙ্গা জায়েজ আছে । অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার স্ত্রী রোযা না রাখার সুযোগ আছে ৷ তবে পরবর্তীতে উক্ত রোযা কাযা আদায় করতে হবে।
-ফাতওয়ায়ে তাতারখানিয়া-৩/৪০৪; ফাতওয়ায়ে শামী,৩/৪০২; ফাতওয়ায়ে রহিমীয়া-৭/২৭০ ৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন