প্রশ্ন
গোসলখানার ফ্লোরে যে পানি পড়ে থাকে তা কি পাক না নাপাক? অর্থাৎ খালি পায়ে গোসলখানায় প্রবেশ করার পর বের হয়ে আসলে পা পুনরায় ধুতে হবে কিনা?
উত্তর
গোসলখানার ফ্লোর/মেঝেতে যে পানি পড়ে থাকে তা পাক।তবে যদি জানা যায় যে, সেখানে কোন নাপাকি ছিল তাহলে খালি পায়ে তাতে প্রবেশ করলে ঐ পা পুনরায় ধুয়ে নেয়া আবশ্যক।
সুত্র;
তাতারখানিয়া ১/১৫২, কাজীখান ১/১৩, ওয়ালওয়ালিযিয়া ১/১৫২, মুহিতে বুরহানি ১/৫৩
সুত্র;
তাতারখানিয়া ১/১৫২, কাজীখান ১/১৩, ওয়ালওয়ালিযিয়া ১/১৫২, মুহিতে বুরহানি ১/৫৩
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন