প্রশ্ন
জনৈক ব্যক্তি যাকাতের টাকা থেকে একটি কাপড় ক্রয় করে তার সৎ মাকে দিয়েছে। জানতে চাই যে, সৎ মাকে যাকাত দেওয়া জায়েয কি না এবং দিলে যাকাত আদায় হবে কি না?
উত্তর
হ্যাঁ, সৎ মা যদি যাকাত গ্রহণের উপযুক্ত হন তাহলে তাকে যাকাত দেওয়া যাবে। যাকাত ও অন্যান্য ওয়াজিব সদকা দরিদ্র আত্মীয়দেরকে দেওয়া অধিক সওয়াবের কাজ।
-ফাতাওয়া তাতারখানিয়া ২/২৭৩; তাবয়ীনুল হাকায়েক ২/১২২; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯০
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
বর্তমানে কত টাকা থাকলে যাকাত ফরজ হয়
যাকাত কত টাকা হলে দিতে হবে
যাকাতের টাকা কোথায় দেওয়া যাবে
যাকাত কাকে দেওয়া যাবে না
কোন কোন সম্পদের উপর যাকাত ফরজ
যাকাতের নিসাব কত টাকা ২০২১
নগদ টাকার যাকাতের হিসাব
যাকাতের নিসাব কত টাকা ২০২২