প্রশ্ন
টিউব ওয়েলের ভিতর নাপাক পড়লে পানি নাপাক হবে কি? যদি হয় তাহলে তা পবিত্র করার নিয়ম কী?
উত্তর
টিউব ওয়েলের ভিতরে নাপাক পড়লে পাইপের সকল পানি নাপাক হয়ে যাবে। এক্ষেত্রে পবিত্র করার নিয়ম হল, দৃশ্যমান নাপাকি পড়লে প্রথমে তা বের করতে হবে। এরপর টিউব ওয়েলের উপর থেকে পুরো পাইপে কতটুকু পানি ছিল তা দুইজন অভিজ্ঞ ব্যক্তির মতামত নিয়ে অনুমান করে নিবে। এরপর সে পরিমাণ পানি বের করার পরই উক্ত টিউব ওয়েলের পানি পবিত্র হবে।/p?
উল্লেখ্য, টিউব ওয়েল থেকে অনুমিত পানি বের করার পর, যদি টিউব ওয়েলের চেকবল ও উপরের অংশগুলো খুলে ধোয়া সম্ভব হয় তাহলে সেগুলোও ধুয়ে নেওয়া উত্তম হবে।
বাদায়েউস সানায়ে ১/২২৩; হিদায়া ১/৪১; তাবয়ীনুল হাকায়েক ১/২৭; ফাতহুল কাদীর ১/৮৬; শরহুল মুনইয়াহ পৃ. ১৫৬
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার