প্রশ্ন
টুপি পরা সুন্নত। কিন্তু না পরে নামাজ পড়লে কি কোন গুনাহ হবে বা নামাজের কোনো ক্ষতি হবে? দয়া করে উত্তর দিবেন।
উত্তর
আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘তোমরা নামাজের সময় তোমাদের সর্বোৎকৃষ্ট পোশাক পরিধান করো’। সূরা আরাফ : ৩১
এ আয়াত থেকে বোঝা যায়, নামাজ আদায় করার
ক্ষেত্রে পোশাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঢেকে নামাজ আদায় করতেন, আমাদেরও তাই করা উচিত। সাহাবায়েকেরামও তাবিঈগণও এ বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিতেন। যেমন-
হাসান ইবনে আলী রা. সম্পর্কে এসেছে, তিনি নামাজের সময় র্বোৎকৃষ্ট পোশাক পরতেন। একদিন কেউ তাঁকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন। তাই আমি আমার প্রভুর জন্য সুন্দর পোশাক পরি।
রুহুল মাআনি ৪/৩৪৯৷
হাসান বসরি রহ. বলেন, তাঁরা সাহাবায়ে কেরাম গরমের কারণে পাগড়ি বা টুপির ওপর সিজদা করতেন।
বোখারি ১/৮৬ যুহাইর (রহ.) বলেন, আমি প্রখ্যাত তাবেয়ি আবু
ইসহাক সাবিয়ীকে দেখেছি, তিনি আমাদের নিয়ে নামাজ পড়েছেন। তিনি মাটি থেকে টুপি উঠিয়ে মাথায় পরেছেন।
তাবাকাতে ইবনে সাদ ৬/৩১৪৷
তাই নামাজে টুপি পরা সুন্নত এবং অবহেলা করে টুপি না পরে নামাজ পড়া মাকরুহ, যদিও নামাজ আদায় হয়ে যাবে।
ফাতাওয়া কাজিখান : ১/১৩৫৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া
01756473393
এ আয়াত থেকে বোঝা যায়, নামাজ আদায় করার
ক্ষেত্রে পোশাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঢেকে নামাজ আদায় করতেন, আমাদেরও তাই করা উচিত। সাহাবায়েকেরামও তাবিঈগণও এ বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিতেন। যেমন-
হাসান ইবনে আলী রা. সম্পর্কে এসেছে, তিনি নামাজের সময় র্বোৎকৃষ্ট পোশাক পরতেন। একদিন কেউ তাঁকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন। তাই আমি আমার প্রভুর জন্য সুন্দর পোশাক পরি।
রুহুল মাআনি ৪/৩৪৯৷
হাসান বসরি রহ. বলেন, তাঁরা সাহাবায়ে কেরাম গরমের কারণে পাগড়ি বা টুপির ওপর সিজদা করতেন।
বোখারি ১/৮৬ যুহাইর (রহ.) বলেন, আমি প্রখ্যাত তাবেয়ি আবু
ইসহাক সাবিয়ীকে দেখেছি, তিনি আমাদের নিয়ে নামাজ পড়েছেন। তিনি মাটি থেকে টুপি উঠিয়ে মাথায় পরেছেন।
তাবাকাতে ইবনে সাদ ৬/৩১৪৷
তাই নামাজে টুপি পরা সুন্নত এবং অবহেলা করে টুপি না পরে নামাজ পড়া মাকরুহ, যদিও নামাজ আদায় হয়ে যাবে।
ফাতাওয়া কাজিখান : ১/১৩৫৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
কোন টুপি পড়া সুন্নত
টুপি পড়া কি সুন্নত
টুপি পড়ার বৈজ্ঞানিক উপকারিতা
টুপি পড়ার হাদিস
টুপি পড়া কি ফরজ
খালি মাথায় নামাজ পড়ার হুকুম কি?
টুপি পড়ার উপকারিতা
পাঁচ কলি টুপির ইতিহাস