প্রশ্ন
মোবাইলে রিংটোন, মিউজিক, গান, ভিডিও-ছবি ইত্যাদি ডাউন লোড করার প্রবণতা বেড়েছে। এজন্য অনেক সার্ভিসিং সেন্টারে পৃথক ব্যবস্থাপনা থাকে। জানতে চাই ডাউন লোড করে বিনিময় নেওয়া এবং এ ব্যবসা করা জায়েয কি না?
উত্তর
মিউজিক সংবলিত গান, প্রচলিত অশ্লীল ছবির ভিডিও ফিল্ম, অবৈধ চিত্র ইত্যাদির ডাউনলোড ব্যবসা নাজায়েয। কারণ এতে নিজের তো গুনাহ হয়ই, উপরন্তু অন্যের নিকট গুনাহের উপকরণ সরবরাহ করা হয়। তাই এ ধরনের ডাউনলোড থেকে উপার্জিত অর্থ হালাল হবে না। হাঁ, কোনো বৈধ চিত্র, মিউজিক ছাড়া রিংটোন, বাদ্যহীন গজল ইত্যাদি ডাউনলোড করা জায়েয এবং এ থেকে অর্জিত টাকাও হালাল। -সহীহ বুখারী ১/২৯৮, জামে তিরমিযী
১/২৪১৷ আদ্দুররুল মুখতার ৬/৫৫, আল-বাহরুররায়েক ৮/১৯৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
১/২৪১৷ আদ্দুররুল মুখতার ৬/৫৫, আল-বাহরুররায়েক ৮/১৯৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
টেলিকম ব্যবসা
ড্রাইভ প্যাক ব্যবসা
সিম বিক্রির ব্যবসা
অনলাইনে মোবাইল রিচার্জ ব্যবসা
মবিল ব্যবসা
পাওয়ার লোড কমিশন
এমবি মিনিট ব্যবসা
ফ্লেক্সিলোড ব্যবসা করার নিয়ম