Home » আখবার » ডোনাল ট্রাম্পকে বন্যায় ভাসিয়ে দিলেন মুফতি কিফায়াতুল্লাহ

ডোনাল ট্রাম্পকে বন্যায় ভাসিয়ে দিলেন মুফতি কিফায়াতুল্লাহ

 • 3000+ Premium WORDPRESS Themes and Plugins
 • Download PHP Scripts, Mobile App Source Code
 • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প কর্তৃক পবিত্র জেরুজালেম নগরীকে ইসরাঈলের রাজধানী ঘোষণার প্রতিবাদে আজ সোমবার দুপুরে টেকনাফ উপজেলা কে.জি স্কুল ময়দানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ টেকনাফ-এর স্মরণাতীত কালের সর্ব বৃহত্তম দ্বীনি সমাবেশে রূপান্তরিত হয়েছে।
  টেকনাফ উপজেলার সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উখিয়া-টেকনাফ আসনের জনপ্রিয় এমপি আলহাজ আবদুর রহমান বদি সিআইপি বলেন, আজকের সমাবেশে আপনাদের মত আমিও ঈমানের টানে উপস্থিত হয়েছি৷ তবে পরিস্কার ভাষায় বলতে চাই, আলেম ওলামাদের সার্বিক সহযোগিতা ও আন্তরিক দুআর বরকতে আমি সংসদে পৌঁছতে সক্ষম হয়েছি৷ অতএব, আলেমগণের যে কোন কর্মসূচিতে আমি ছিলাম আগামীতেও থাকব। ইনশা আল্লাহ…
  পরিষদ সভাপতি মাওলানা মাহবূবুর রহমান মুজাহেরীর সভাপতিত্বে, টেকনাফ নিউজ.কম এর সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাইফী ও সাংবাদিক মাওলানা মুহাম্মদ জুবাইর -এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান বক্তার আলোচনায় টেকনাফ জামিয়ার শায়খুল হাদীস ও সুযোগ্য মুহতামিম মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ শফিক বলেন, মার্কিন প্রেসিডেন্ট জনাব ডোনাল্ড ট্রাম্প এর অনৈতিক সিদ্ধান্তের কারণে ওআইসিভুক্ত সকল দেশসহ জাতিসংঘের ১২৮টি বৃত্তম দেশ তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। ৩৫টি দেশ নিরবতার ভূমিকা পালন করেছেন। আমেরিকা ও ইসরাঈলসহ মাত্র ৯টি দেশ তার পক্ষে সমর্থন করেছে।
  তিনি বলেন, বলতে গেলে সারা পৃথিবী তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরও তিনি তার সিদ্ধান্ত এখনো পর্যন্ত প্রত্যাহার করে নাই।
  মুফতি কিফায়াতুল্লাহ শফিক অশ্রু সজল নয়নে বলেন, আজকের এই ময়দানে সমবেত আমরা হাজার হাজার মুসলমান সর্ব শক্তিমান আল্লাহ তা‘আলার শাহী দরবারে ডোনাল ট্রাম্পের বিরুদ্ধে সম্মিলিতভাবে ফরিয়াদ করবো সারা বিশ্বের মুসলমান যদি এইভাবে ফরিয়াদ করে আমার দৃঢ় বিশ্বাস বিশ্বের দুইশত কোটি মুসলমানের চোখের পানির বন্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প-এর অস্তিত্ব পর্যন্ত খোঁজে পাওয়া যাবে না। ইনশা আল্লাহ…
  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, মাওলানা মমতাজ শাহীন, বাহারছড়া ইউপির চেয়ারম্যান মাওলানা আজীজুদ্দীন, লম্বরী মাদ্রাসার পরিচালক মাওলানা আবদুল হক হক্কানী, হ্নীলা জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মাদরাসার ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা আলী আহমদ, সাবরাং মাদরাসার পরিচালক মাওলানা নুর আহমদ, টেকনাফ জামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির, ক্বারী ফরিদুল আলম, অধ্যক্ষ মাওলানা কামাল হোছাইন , মাওলানা সলীমুল্লাহ৷
  অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা পরিষদের ভার প্রাপ্ত চেয়ারম্যান মাওলানা রফিকুদ্দীন, পৌর প্যানেল মেয়র-১ মাওলানা মুজিবুর রহমান, পৌর কাউন্সিলর হোসেন আহমদ, আমিরুজ্জামান, মাওলানা ছৈয়দুল ইসলাম মেম্বার, শাহপরীর দ্বীপ বড় মাদরাসার ভার প্রাপ্ত পরিচালক মাওলানা মুফতি ইউনুস, দারুশ শরীয়াহ মাদরাসার পরিচালক মাওলানা ফিরুজ আহমদ, লেদা ইবনে আব্বাস মাদরাসার পরিচালক মাওলানা ক্বারী শাকের, গোদার বিল আনাস বিন মালেক মাদ্রাসার পরিচালক মাওলানা শফিউল্লাহ, তুলাতুলী মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ শফি সুফি , টেকনাফ জামিয়ার সিনিয়র শিক্ষক ইলিয়াছ ফারুক্বী, টেকনাফ জামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মাদ হেলাল, সাবরাং মাদ্রাসা রশিদিয়া ফয়জুল উলূমের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা রাহমতুল্লাহ, মাদ্রাসা হোছাইনিয়া ফয়জুল উলূম মাদ্রাসার উপ পরিচালক মাওলানা নুরুল বশর, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি সরওয়ার আলম প্রমুখ।

  সম্পর্কিত পোস্ট:


  নোটঃ ডোনাল ট্রাম্পকে বন্যায় ভাসিয়ে দিলেন মুফতি কিফায়াতুল্লাহ Download করতে কোন ধরনের সমস্যা হলে আমাদেরকে জানান। যোগাযোগ করতে এখানে ক্লিক করুন।

  মীযান জামাতের সমস্ত কিতাব PDF Download

  নাহবেমীর জামাতের কিতাব PDF Download

  হেদায়াতুন নাহু জামাতের কিতাব PDF Download

  কাফিয়া জামাতের কিতাব PDF Download

  শরহে জামী জামাতের কিতাব PDF Download

  জালালাইন জামাতের কিতাব PDF Download

  মেশকাত জামাতের কিতাব PDF Download

  দাওরায়ে হাদিসের কিতাব সমূহ PDF Download

  মাদানী নেসাবের কিতাবসমূহ PDF Download

  Leave a Comment

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.