প্রশ্ন
আমার বাড়ি কুমিল্লা, আমি আল্লাহর রাস্তায় এক সালের জন্য বের হয়েছি, প্রতি চিল্লার পর কাকরাইলে আসি, সেখান থেকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়, যা আমার বাড়ি থেকে ৪৮ মাইলের দূর৷ কোথাও গিয়ে পনের দিন থাকা হয় না, এমতাবস্তায় আমরা মুকিম নাকি মুসাফির? নামায কসর পড়বো নাকি ফোল পড়বো? দয়া করে বিস্তারিত জানালে উপকৃত হব৷
উত্তর
কোন এক গ্রামে বা কোন এক সিটিতে লাগাতার পনের দিন থাকার নিয়ত না করলে মুসাফিরই থাকবে। তাই একাকী নামায পড়লে বা নিজেরা নামায পড়লে কসর তথা চার রাকাত বিশিষ্ট নামাযগুলো দু রাকাত করে আদায় করতে হবে। কিন্তু মুকীম ইমামের পিছনে পড়লে পুরা নামাযই পড়তে হবে।
উল্লেখ্য যে, যদি এক সিটি বা এক গ্রামেরই একাধিক মসজিদে বা এক মসজিদেই পনের দিন থাকার নিয়ত করেন, তাহলে মুকীম হয়ে যাবেন৷ তখন নামায পূর্ণই পড়তে হবে। কসর করা যাবে না।
ফতওয়াযে কাজীখান ফিল হিন্দিয়া ১/১৬৪; আদ দুররুল মুখতার ২/৫৯৯,৬০৫৷
মুফতী মেরাজ তাহসীন
01756473393
উল্লেখ্য যে, যদি এক সিটি বা এক গ্রামেরই একাধিক মসজিদে বা এক মসজিদেই পনের দিন থাকার নিয়ত করেন, তাহলে মুকীম হয়ে যাবেন৷ তখন নামায পূর্ণই পড়তে হবে। কসর করা যাবে না।
ফতওয়াযে কাজীখান ফিল হিন্দিয়া ১/১৬৪; আদ দুররুল মুখতার ২/৫৯৯,৬০৫৷
মুফতী মেরাজ তাহসীন
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
চিল্লায় গেলে মুসাফির
মুসাফির আল কাউসার
মুসাফির কখন হবে
তাবলিগে কসর
তাবলীগ জামাত কি মুসাফির
সফরের মাসয়ালা
সফরের দূরত্ব কত কিলোমিটার