Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

দুধের শিশুর বমির হুকুম৷

দুধের শিশুর বমির হুকুম৷

প্রশ্ন
দুধের বাচ্চা অনেক সময় দুধ খাওয়ানোর পর কোলে নিলে বমি করে দেয়৷ কখনো মায়ের বুকের দুধ পান করা অবস্থায় মায়ের কোলে বমি করে দেয়। আর বমির পরিমাণ কখনো বেশি হয় আবার কখনো কম। জানার বিষয় হচ্ছে এই যে, এই কাপড়ের বিধান কী? এই কাপড় পরে নামাজ পড়া যাবে কি?
উত্তর
দুধের শিশুর বমির হুকুম বড়দের বমির মতোই। মুখ ভর্তি বমি হলে তা নাপাক। আর মুখ ভর্তি না হলে নাপাক নয়। এমনকি দুধ পান করার পর পর বমি করলেও উপরোক্ত হুকুম প্রযোজ্য হবে। অতএব প্রশ্নোক্ত সুরতে বাচ্চা মুখ ভরে বমি করলে কাপড় নাপাক হয়ে যাবে ৷ এবং উক্ত কাপড় পরিধান করে নামায পড়লে নামায হবে না৷ কাপড় পাল্টিয়ে নামায পড়তে হবে৷ বমির পরিমান সামান্য হলে সমস্যা নেই৷
তবে খাবার গিলে ফেলার আগেই মুখ থেকে বের করে দিলে এর কারণে কাপড় বা শরীর নাপাক হবে না।
-ফাতহুল কাদীর ১/১৭৯; হাশিয়াতু তহতাবী আলালমারাকী পৃষ্ঠা ৪৯৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া৷
01756473393

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন

Leave a reply