Home » ইলমে দ্বীন » নামাযের ভেতরে ও বাহিরের ফরযসমূহ

নামাযের ভেতরে ও বাহিরের ফরযসমূহ

  • 3000+ Premium WORDPRESS Themes and Plugins
  • Download PHP Scripts, Mobile App Source Code
  • নামাযের ফরয ১৩ট
    নামাযের বাইরে ৭টি
    ১. শরীর পাক হওয়া।
    (সূরা মায়িদা আয়াত : ৬)
    ২. কাপড় পাক হওয়া।
    (সূরা মুদ্দাছ্ছির, আয়াত : ৪)
    ৩. নামাযের জায়গা পাক হওয়া।
    (সূরা বাকারা, আয়াত : ১২৫)
    ৪. ছতর ঢাকা (অর্থাত পুরুষগণের নাভী হতে হাঁটুর নীচ
    পর্যন্ত এবং মহিলাদের চেহারা, কব্জি পর্যন্ত দুই হাত
    এবং পায়ের পাতা ব্যতিরেকে সমস্ত শরীর ঢেকে রাখা)।
    (সূরা আ‘রাফ, আয়াত : ৩১)
    ৫. কিবলামুখী হওয়া।
    (সূরা বাকারা, আয়াত : ১৪৪)
    ৬. ওয়াক্তমত নামায পড়া।
    (সূরা নিসা আয়াত : ১০৩)
    ৭. অন্তরে নির্দিষ্ট নামাযের নিয়ত করা।
    (বুখারী শরীফ, হাঃ নং ১)
    নামাযের ভিতরে ৬টি
    ১. তাকবীরে তাহরীমা অর্থাত শুরুতে আল্লাহু আকবার বলা।
    (সূরা মুদ্দাছছির, আয়াত : ৩)
    ২. ফরয ও ওয়াজিব নামায দাঁড়িয়ে পড়া।
    (সূরা বাকারা, আয়াত : ২৩৮)
    ৩. ক্বিরা‘আত পড়া (অর্থাত কুরআন শরীফ হতে ছোট এক
    আয়াত পরিমাণ পড়া।)
    (সূরা মুয্যাম্মিল ,আয়াত : ২০)
    ৪. রুকু করা।
    (সূরা হজ্জ, আয়াত : ৭৭)
    ৫. দুই সিজদা করা।
    (সূরা হজ্জ, আয়াত : ৭৭)
    ৬. শেষ বৈঠক (নামাযের শেষে তাশাহহুদ পরিমাণ বসা)
    (আবু দাউদ, হাঃ নং ৯৭০)
    বি.দ্র. নামাযী ব্যক্তির নিজস্ব কোন কাজের মাধ্যমে (যেমন- সালাম ফিরানো) নামায থেকে বের হওয়াও একটা ফরয। (আল বাহরুর রায়িক, ১ : ৫১৩)
    নামাযের কোন ফরয বাদ পড়লে নামায বাতিল হয়ে যায়। সাহু সিজদা করলেও নামায সহীহ হয় না।
    (প্রমাণ : আল বাহরুর রায়িক,১ : ৫০৫) শামী, ১ : ৪৪৭/ হিদায়া, ১ : ৯৮)

    নামাজের ১৩ ফরজ কি কি
    নামাজের ভিতরে ওয়াজিব কয়টি
    নামাজের ফরজ ১৪টি
    নামাজের ফরজ ওয়াজিব
    সালাতের ভেতরের ফরজ গুলোকে কি বলে
    নামাজের ফরজ ওয়াজিব ও সুন্নত pdf
    নামাজের ফরজ ওয়াজিব কয়টি
    নামাজের ভিতরে ৬ ফরজ

    সম্পর্কিত পোস্ট:


    নোটঃ নামাযের ভেতরে ও বাহিরের ফরযসমূহ Download করতে কোন ধরনের সমস্যা হলে আমাদেরকে জানান। যোগাযোগ করতে এখানে ক্লিক করুন।

    মীযান জামাতের সমস্ত কিতাব PDF Download

    নাহবেমীর জামাতের কিতাব PDF Download

    হেদায়াতুন নাহু জামাতের কিতাব PDF Download

    কাফিয়া জামাতের কিতাব PDF Download

    শরহে জামী জামাতের কিতাব PDF Download

    জালালাইন জামাতের কিতাব PDF Download

    মেশকাত জামাতের কিতাব PDF Download

    দাওরায়ে হাদিসের কিতাব সমূহ PDF Download

    মাদানী নেসাবের কিতাবসমূহ PDF Download

    Leave a Comment

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.