প্রশ্ন
মহিলাদের সাথে মোবাইলে কথা বলার সময় কি সালাম দেয়া যাবে? বা মহিলা কি সালাম দিতে পারবে? অনেক সময় দেখা যায় বড় বা সম্মানি ব্যক্তিদের কে কল করার পর তারা আগে সালাম দিয়ে দেন৷ তখন কলকারী উত্তর দিয়ে আবার সালাম দেন৷ এটা কি সঠিক?
উত্তর
গায়রে মাহরাম মহিলার সাথে প্রয়োজনে পর্দায় থেকে কথা বলা জায়েয। (যদি ফেতনার আশংকা না থাকে।) তাই মোবাইলে মহিলার সাথে কথা বলতে হলেও সালাম দিয়েই কথা শুরু করবে। যে আগে কথা বলবে সে সালাম দিবে। মহিলা আগে কথা বললে সে আগে সালাম দিবে। আর পুরুষ আগে কথা বললে সে সালাম দিবে। যার নাম্বারে কল করা হচ্ছে তিনি যদি বড় ও সম্মানী ব্যক্তি হন তখন তিনি সালাম দিলে এ সালামের উত্তর দেওয়া হয় না। বরং কলকারী উল্টো তাকে সালাম দেয়। এটা ভুল নিয়ম। তাই বড় ও সম্মানী ব্যক্তি রিসিভ করে সালাম দিলে অপর প্রান্ত থেকে এর শুধু উত্তরই দিবে। পাল্টা সালাম দিবে না। -সুনানে তিরমিযী ২-৯৯৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
সাত সালাম
সালামের উত্তর দেয়া ওয়াজিব
কথার আগে সালাম
সালামের ফজিলত মাসিক আল কাউসার
সালামের জবাব
সালামের জবাবের ফজিলত
সালাম কয় প্রকার
সালামের গুরুত্ব ও ফজিলত pdf