প্রশ্ন
হুজুর আমার একটি প্রশ্ন, আমি একদিন পিরিয়ড চলাকালিন সিজদার আয়াত শুনি, কিন্তু সিজদা দেই নি ৷ পবিত্র হওয়ার পরও দেয়নি ৷ জানতে চাই, পিরিয়ড অবস্থায় মহিলারা সিজদার আয়াত শুনলে পবিত্র হওয়ার পর কি সেই সিজদা আদায় করতে হয় ? আমার সিজদা আদায় করতে হবে কি না?
উত্তর
হায়েয তথা পিরিয়ড অবস্থায় সিজদার আয়াত শুনলে সিজদা ওয়াজিব হয় না। তাই পবিত্র হওয়ার পর সেই সিজদা আদায় করতে হবে না। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার সিজদা আদায় করতে হবে না ৷
-বাদায়েউস সানায়ে: ১/৪৩৯; আলমুহীতুল বুরহানী: ২/৩৬৫; আলবাহরুর রায়েক: ২/১১৯ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
-বাদায়েউস সানায়ে: ১/৪৩৯; আলমুহীতুল বুরহানী: ২/৩৬৫; আলবাহরুর রায়েক: ২/১১৯ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন