প্রশ্ন
আমি বহু দিন যাবৎ বিয়ে করার জন্য মেয়ে খুজছিলাম, কিন্তু পছন্দমত পাচ্ছিলাম না ৷ এক পর্যায়ে একটি মেয়ে কে পছন্দ হয় ৷ কিন্তু মেয়ে পক্ষ বিয়ে দিতে তেমন আগ্রহী নয় ৷ আমারো মেয়েটি কে অনেক পছন্দ হয় কিন্তু মেয়ে পক্ষের অনাগ্রহের কারনে আমার খুব কষ্ট হচ্ছিল ৷ তখন আমি এই বলে মান্নত করি যে, যদি এই মেয়েটার সঙ্গে আমার বিয়ে হয় তাহলে আমি প্রতি শুক্রবার রোযা রাখবো। আল্লাহর অশেষ মেহেরবানিতে ঐ মেয়েটির সঙ্গে বিয়ে আমার হয়ে যায়। তাই আমি প্রত্যেক শুক্রবার রোযা রেখে যাচ্ছি। কিন্তু বর্তমানে আমার বিভিন্ন ঝামেলা অনেক বেড়ে গেছে। তাই মাঝেমধ্যে শুক্রবার রোযা রাখা আমার পক্ষে সম্ভব হয় না। আপনার নিকট আমার জানার বিষয় হলো, রোযা না রাখতে পারলে আমার করণীয় কী? এবং ছুটে যাওয়া রোজার হুকুম কী? বিস্তারিত জানালে কৃতজ্ঞ হবো।
উত্তর
প্রশ্নোক্ত সুরতে আপনার মান্নত সহীহ হওয়া কারণে আপনার উপর প্রতি শুক্রবার রোযা রাখা ওয়াজিব হয়ে গেছে । কোনো কারণে শুক্রবারে রোযা রাখা সম্ভব না হলে পরবর্তীতে অন্য কোনোদিন তা কাযা করে নিতে হবে। আর ছুটে যাওয়া রোজাগুলোও কাযা করতে হবে। তবে ভবিষ্যতে বার্ধক্য বা জটিল কোনো অসুস্থতার কারণে রোযা রাখা সম্ভব না হলে এবং পরবর্তীতে কাযা করার সামর্থ্যও ফিরে পাওয়ার সম্ভাবনা না থাকলে তখন প্রত্যেক রোযার জন্য একটি করে ফিদয়া দিতে হবে। ফিদয়া হলো, একজন দরিদ্রকে তৃপ্তি সহকারে দুইবেলা খাওয়ানো বা এর মূল্য দিয়ে দেওয়া।
খুলাসাতুল ফাতাওয়া ১/২৬২; আলমুহীতুল বুরহানী ৩/৩৭৮; আদ্দুররুল মুখতার ৩/৭৩৫৷
মুফতী মেরাজ তাহসীন মুফতী জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া
01756473393
খুলাসাতুল ফাতাওয়া ১/২৬২; আলমুহীতুল বুরহানী ৩/৩৭৮; আদ্দুররুল মুখতার ৩/৭৩৫৷
মুফতী মেরাজ তাহসীন মুফতী জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
সপ্তাহে কোন দিন রোজা রাখা নিষেধ
মানতের রোজা রাখার নিয়ত
বৃহস্পতিবার ও শুক্রবার রোজা রাখার ফজিলত
শুক্রবার রোজা রাখা যাবে কি
মান্নতের কাফফারা কি
কোন কোন দিন রোজা রাখা হারাম
আড়াই চান্দের রোজা
শুধু শুক্রবার রোজা