প্রশ্ন
মুফতী সাহেব! আমার একটি প্রশ্ন, আমি আমেরিকা থাকি৷ আমার ফিতরার টাকা আমার বাবা দেশে আদায় করেন ৷ তাই জানার বিষয় হল, আমরা যে বিদেশে থাকি আমাদের ফিতরা কি বিদেশেই দিতে হবে? নাকি দেশেও দেয়া যাবে? যদি দেশে দেয়া যায় তাহলে বিদেশের মু্ল্য হিসেব করে দিতে হবে নাকি দেশের মু্ল্য হিসেবে দিলেই চলবে? অনুগ্রহকরে জানাবেন ৷
উত্তর
প্রবাসীদের ফিতরা নিজ দেশেও আদায় করা যাবে৷ বিদেশেই আদায় করা জরুরী নয়৷ এ ক্ষেত্রে পৌনে দুই কেজি গম বা আটা দিয়ে আদায় করা উত্তম৷ অবশ্য তার মু্ল্য দ্বারা আদায় করলেও জায়েয হবে৷ তবে এ ক্ষেত্রে সেই দেশের মু্ল্য হিসাব করে দিতে হবে যেই দেশে প্রবাসী বসবাস করেন৷ অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বাবা আপনার ফিতরা গম বা আটার মু্ল্য দ্বারা আদায় করতে চাইলে আপনি আমেরিকার যেই শহরে বসবাস করেন সেই শহরের পৌনে দুই কেজি গম বা আটার মু্ল্য অনুযায়ী আদায় করতে হবে ৷
-রদ্দুল মুহতার, ৩/৩২১; ফতওয়ায়ে রহীমীয়া ৭/১৯৫; মাসায়েলে রোযা,পৃ: ২১৭৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
-রদ্দুল মুহতার, ৩/৩২১; ফতওয়ায়ে রহীমীয়া ৭/১৯৫; মাসায়েলে রোযা,পৃ: ২১৭৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
ফিতরা কত টাকা ২০২৩
ফিতরার পরিমাণ
ফিতরা কাকে দেওয়া যাবে না
ফিতরা দেওয়ার নিয়ম
ফিতরা কার উপর ওয়াজিব
যাকাত ফিতরার আলোচনা
ফিতরা কি টাকা দিয়ে আদায় হবে
সদকাতুল ফিতরের পরিমাণ ২০২৩