Home » অনুবাদকৃত বইসমুহ » আল বিদায়া ওয়ান্নিহায়া - খন্ড ৫ » বনূ ছালাবা : প্রতিনিধি দল প্রসঙ্গ

বনূ ছালাবা : প্রতিনিধি দল প্রসঙ্গ

  • 3000+ Premium WORDPRESS Themes and Plugins
  • Download PHP Scripts, Mobile App Source Code
  • বাম দিক থেকে এলাম ৷ এবারও তিনি মুখ ঘুরিয়ে নিলে আমি তার সামনে থেকে এসে
    বললাম, ইয়া রাসুলাল্লাহ্! মহান ও মহীয়ান আল্লাহ্কে সন্তুষ্ট করতে চাইলে তিনি সন্তুষ্ট হয়ে
    যান; আপনি আমার উপরে সন্তুষ্ট হউন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন ! তিনি বললেন ১এ
    “আমি সন্তুষ্ট হয়ে গেলাম ৷

    উকায়ল ইবন কাব গোত্রের প্রতিনিধি দল প্রসঙ্গ

    ওয়াকিদী (র) বর্ণনা দিয়েছেন, র্তারা রাসুলুল্লাহ্ (না) সকাশে উপস্থিত হলে তাদের নামে
    আল আকীক (বনু আকীলের উপত্যকা) উপত্যকা জাগীরস্বরুপ দিলেন ৷ আকীক হল থেত্ত;রে
    গাছ ও পানির প্রস্রবণ বিশিষ্ট একটি ভুষ্তাগ ৷ একটি বিষয় একটি সনদপত্রও লিখে দিলেন,

    বিসমিল্লাহির রড়াহ্মানির রাহীম, এ হল রাৰী ৷ মুতাবৃরিফ ও আনাসকে প্রদত্ত ঘুহাম্মাদৃর
    রাসুলুল্লাহ্ (না)-এর ফরমান ৷ তিনি তাদের আকীক উপত্যকার জায়গীর বরাদ্দ দিয়েছেন যতদিন
    তারা সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে এবং আনুগত্য করে লেবে ৷ <;কান মুসলমানের
    প্রাপ্য হক তাদের তিনি দেন নি ৷ এ সনদপত্র মুতাবৃরিফের হিফাজতে ছিল ৷ বর্ণনাকারী (ওয়াকিদী)
    বলেন, আবু রাযীন লার্কীত ইবন আমির ইবনুল যুনতাফিক ইবন আমির ইবন উকায়লও এ সময়
    প্রতিনিধিরুপে এসেছিলেন ৷ নবী করীম (না) তাকে আন-নাজীম’ কুপের বরাদ্দ দিলেন এবং তার
    সম্প্রদায়ের অনুকুলে তার বায়আত গ্রহণ করলেন (তার আগমন ও আনুষঙ্গিক ঘটনা ও সুদীর্ঘ
    হাদীস আমরা ইতোপুর্বে বিবৃত করে এসেছি আল-হড়ামদু লিল্লাহ্ ! ) ৷

    কুশায়র ইবন কাব গোত্রের প্রতিনিধি দল প্রসঙ্গ

    তাদের আগমন হয়েছিল বিদায় হরুজ্জর আগে, বরং হুনায়ন অতিযানেরও আগে ৷ তাদের
    মাঝে বিশেষ উল্লেখযোগ্য নাম হল কুবৃরা ইবন হুবায়রা ইবন (আমির ইবন) সালামা আল
    খড়ায়র ইবন কুশায়র, কুবৃরা (বা) ইসলাম গ্রহণ করলেন ৷ রাসুলুল্লাহ্ (সা) তাকে উপচৌকন
    সামগ্রী দিলেন এবং তাকে একটি চাদরও পরিয়ে দেন ৷ তিনি তাকে তার গোত্রের যাকাত
    উসুলকারী নিয়োগ করলেন ৷ কুবৃরড়া (বা) প্রত্যাবর্তনকালে এ কবিতা বললেন-

    তাকে (আমার বাহন উটনী তথা তার আরোহীকে) রাসুলুল্লাহ্ (না) দান’ করলেন ৷ যখন
    সে তার কাছে এসে উপস্থিত হল, তার জন্য ব্যবস্থা করলেন অফুরন্ত উপহার সামপ্রীর
    রাওয়াদুল খাদির’-এ সে দ্রুত গতিতে পথ অতিক্রম করতে লাগল ৷ তখন সে মুহাম্মদের
    নিকট থেকে তার প্রয়োজনওলাে পুরণ করে এসেছে ৷

    তার আরােহী এক তরুণ, যার হাওদা’ দুর্নড়ামকে সহআরোহী করে না; উপায়হীন দ্বিধাপ্রস্ত
    অক্ষম ব্যক্তির সেবার সে সদা আত্মনিবেদিত ৷

    বনুল ৰাক্কা’ প্রতিনিধি দল প্রসঙ্গ

    বর্ণনা মতে এ দলের আগমন হয়েছিল নবম হিজরীতে এবং ৎখ্যায় এরা ছিলেন ত্রিশজন ৷
    মুআবিয়া ইবন নুর ইবন (ঘুআবিয়া ইবন উবাদা উবনুল ধাক্কা) ছিলেন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ৷

    সম্পর্কিত পোস্ট:


    নোটঃ বনূ ছালাবা : প্রতিনিধি দল প্রসঙ্গ Download করতে কোন ধরনের সমস্যা হলে আমাদেরকে জানান। যোগাযোগ করতে এখানে ক্লিক করুন।

    মীযান জামাতের সমস্ত কিতাব PDF Download

    নাহবেমীর জামাতের কিতাব PDF Download

    হেদায়াতুন নাহু জামাতের কিতাব PDF Download

    কাফিয়া জামাতের কিতাব PDF Download

    শরহে জামী জামাতের কিতাব PDF Download

    জালালাইন জামাতের কিতাব PDF Download

    মেশকাত জামাতের কিতাব PDF Download

    দাওরায়ে হাদিসের কিতাব সমূহ PDF Download

    মাদানী নেসাবের কিতাবসমূহ PDF Download

    Leave a Comment

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.