প্রশ্ন
বর্তমানে আধুনিক প্রযুক্তির অগ্রগতি হওয়ার কারণে মোবাইল রেকর্ডার ইত্যাদির প্রচলন বৃদ্ধি পেয়েছে। তাই যে কোনো জায়গায় মোবাইল রেকর্ডার ইত্যাদি থেকে কুরআনের তিলাওয়াত শোনা যায়। জানার বিষয় হল, মোবাইল, টেপ রেকর্ডার ইত্যাদি থেকে সিজদার আয়াত শুনলে কি সিজদা ওয়াজিব হবে?
উত্তর
মোবাইল, রেকর্ডার, সিডি ইত্যাদি থেকে সিজদার আয়াত শুনলে সিজদা ওয়াজিব হবে না। কেননা তিলাওয়াতের সিজদা ওয়াজিব হওয়ার জন্য বুঝমান, সুস্থমস্তিষ্কসম্পন্ন ব্যক্তি থেকে সরাসরি সিজদার আয়াত শ্রবণ করা শর্ত। তবে রেকর্ড থেকে সিজদার আয়াত শুনলেও সিজদা করে নেওয়া উত্তম।
-শরহুল মুনইয়াহ ৫০০; আলবাহরুর রায়েক ২/১২০; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮৪; রদ্দুল মুহতার ২/১০৮; জাওয়াহিরুল ফিকহ ৭/৪৫৬
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
১০টি শিক্ষা প্রযুক্তির নাম
আধুনিক বিজ্ঞান
তথ্যপ্রযুক্তি কিভাবে আধুনিক তথ্য ব্যবস্থায় ব্যবহৃত হয়
প্রযুক্তির বিকাশ
প্রযুক্তি বলতে কী বুঝ
প্রযুক্তির বিকাশ কেন ঘটে
প্রযুক্তির খারাপ দিকগুলো সম্পর্কে আলোচনা কর
প্রযুক্তির বৈশিষ্ট্য