প্রশ্ন
বর্তমানে আমরা যে মোবাইল মনি অর্ডার, বিকাশের মাধ্যমে কোথাও টাকা পাঠালে শতকরা নির্দিষ্ট পরিমান টাকা কেটে রাখে, এমনি মোবাইলে রিচার্জের সময় 1/2 টাকা কেটে রাখে ৷ জানার বিষয় হলো, উক্ত মুয়ামালা শরীয়তের দৃষ্টিতে বৈধ কিনা??? দলিল সহ উত্তর দিয়ে বাধিত করবেন৷
উত্তর
হ্যাঁ, মোবাইল, মনি অর্ডার, বিকাশ ও রিচার্জের সময় সার্ভিস চার্জ হিসেবে অতিরিক্ত যে টাকা উক্ত কাজ আন্জামদাতাগন কেটে রাখে তা উজরতে মিসিলের বেশি না হলে গ্রহন করা বৈধ ৷ তবে উজরতে মিসিলের বেশি গ্রহন করা যাবে না৷
দলিলঃ
বুহুস ফি কাযায়া ফিকহিয়াতিন মুয়াসারা 1/200 (দারুল কলম)৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
সম্পর্কিত পোস্ট: মুফতী সাহেব! আমার একটি প্রশ্ন, আমাদের মোবাইলের ভেতর পুর্ন কুরআন... আমার এক বন্ধু একটি মেয়ের সাথে এভাবে বিয়ে করেছিল যে,... চোরাই সেট ক্রয়-বিক্রয়৷ আমি যায়েদের কাছে একটি মোবাইল বিক্রি করেছি। বিক্রির সময় তাকে... আমি এক মোবাইল সার্ভিসিং সেন্টারে একটি এন্ড্রয়েড সেট সার্ভিসের জন্য... মাঝে মাঝে প্রস্রাবের রাস্তায় হালকা পানি দেখা যায়। এটা হয়... অনেক মানুষকে দেখি, নামাযের মধ্যে কল আসলে পকেট থেকে মোবাইল... এক দোকানে চোরাই মোবাইল, মেমোরি কার্ড, চার্জার ইত্যাদি স্বল্প মূল্যে... মোবাইলে কি কুরআন শোনা যাবে? বাংলা কুরআন ও হাদীসের বাংলা... ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্যের আলোচনা কি দুনিয়াবী কথাবার্তার অন্তর্ভুক্ত? মসজিদে বসে... প্রচলিত ঈদে মিলাদুন্নবী পালন করা৷ পীর ধরা, মুরীদ হওয়া! বর্তমানে আধুনিক প্রযুক্তির অগ্রগতি হওয়ার কারণে মোবাইল রেকর্ডার ইত্যাদির প্রচলন... ভিডিও ক্যামেরাযুক্ত মোবাইল ক্রয় বিক্রয়৷ মসজিদের ভেতর টিভি, চ্যানেলযুক্ত মোবাইল দিয়ে ক্রিকেট খেলা দেখা ও... রেডিও টেলিভিশন ও মোবাইল থেকে কোরান তিলাওয়াত শোনার সময় সিজদার... নামাযে মোবাইল বেজে উঠলে যদি নিম্নোক্ত পদ্ধতিগুলো অবলম্বন করে তা... আমি আমার এক বন্ধুর কাছে পাঁচ হাজার টাকায় একটি মোবাইল... আমার বন্ধুর বারো হাজার টাকা দামের একটি মোবাইল তার কাছে... ধার করে আনা জিনিষ চুরী বা নষ্ট হয়ে গেলে জরিমানা দিতে হবে কিনা? ফেইসবুকে মেয়ে বন্ধু বানানো ও তাদের সাথে কথা বলার হুকুম৷ আমাদের এলাকায় জামে মসজিদ কমিটি আমাদের গ্রামের এক বাসিন্দা থেকে... ডাউন লোডিং ব্যবসা৷ স্ক্রিনে কুরআনে কারীমের আয়াত, যিকর, বা এগুলোর ক্যালিগ্রাফী সেভ করে রাখা৷ আমার পরিচিত বিশ্বস্ত এক ব্যবসায়ীকে আমি কিছু টাকা দিয়েছি। সে... মুসাফাহা করে হাত বুকে লাগানো৷ মসজিদে মোবাইলের ব্যবহার৷ আমি ফেইস বুকের মাধ্যমে ইসলাম প্রচার করতে চাই, কিন্তু ফেইসবুকে... জামালপুর শহরের কেন্দ্রে আমার একটি বেশ বড় মুদি দোকান আছে।... মোবাইল বা কম্পিউটার স্ক্রীণে থাকার কুরআন স্পর্শ ও এ্যাপস নিয়ে টয়লেটে গমণের বিধান!
বর্তমানে আমরা যে মোবাইল মনি অর্ডার, বিকাশের মাধ্যমে কোথাও টাকা… Download করতে কোন ধরনের সমস্যা হলে আমাদেরকে জানান।