Home » আখবার » বিএনপি ইসলামি আইন ও মৌলবাদে বিশ্বাস করে না

বিএনপি ইসলামি আইন ও মৌলবাদে বিশ্বাস করে না

 • 3000+ Premium WORDPRESS Themes and Plugins
 • Download PHP Scripts, Mobile App Source Code
 • বিএনপি ইসলামি আইন ও মৌলবাদে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে বসে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।


  জামায়াতের সঙ্গে জোট রাজনৈতিক ‘কৌশলগত’ বলেও মন্তব্য করেন ফখরুল।
  মির্জা ফখরুল বলেন, ‘আমরা অনেক সময় জামায়াতের ব্যাপারে প্রশ্নের সম্মুখিন হই। আমি বলছি, বিএনপি কিন্তু জামায়াত নয়। বিএনপি ইসলামি আইনে বিশ্বাস করে না। বিএনপি মৌলবাদেও বিশ্বাস করে না। জামায়াতের ব্যাপারে আমাদের কোনো মোহ নেই। ’

  কিন্তু জামায়াতের ২২জন প্রার্থীর ধানের শীষে নির্বাচন করছে কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জামায়াতের সঙ্গে আমাদের জোট কৌশলগত। তাদের সঙ্গে থাকলে হাড্ডাহাড্ডি লড়াই হয় এমন ৫০টি আসনে জয়লাভ করতে আমাদের সুবিধা হয়। আমাদেরকে ছাড়া তারা মাত্র তিনটি আসন পায়।


  ক্ষমতায় গেলে জাময়াতে ইসলামি ভবিষ্যত সরকারের অংশ হবে কিনা এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘প্রশ্নই আসে না। ’

  মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেছেন, ‘আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। এবং আমাদের নিয়ে ভারতের যে ধারণা আছে তার সঙ্গে দ্বিমত পোষণ করছি। কারণ আমরা সাম্প্রদায়িকতা, মৌলবাদে বিশ্বাস করি না। এটা পুরোপুরি ভ্রান্ত ধারণা যে, আমরা ভারতবিরোধী। এটা আওয়ামী লীগের অপপ্রচারের অংশ। ’

  ফখরুল ইসলাম বলেন, ‘আমরা উদার গণতান্ত্রিক দল। আমরা অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য উন্মুখ হয়ে আছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। ’

  তিনি বলেন, ‘বিএনপি ১৯৯১ সালে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবিত করেছে; যখন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের অবসান ঘটে। ’

  ইন্ডিয়ান এক্সপ্রেসকে মির্জা ফখরুল জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি প্রতিবেশী ভারতের ক্ষমতাসীন সরকারের সঙ্গে আলোচনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সিঙ্গাপুরে ভারতীয় শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের চেষ্টা করলেও শেষ পর্যন্ত ভারতের পক্ষ থেকে তাতে সাড়া মেলেনি। এ নিয়ে কার্যত তার কণ্ঠে উঠে এসেছে ইন্ডিয়ান এক্সপ্রেসকে মির্জা ফখরুল জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি প্রতিবেশী ভারতের ক্ষমতাসীন সরকারের সঙ্গে আলোচনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সিঙ্গাপুরে ভারতীয় শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের চেষ্টা করলেও শেষ পর্যন্ত ভারতের পক্ষ থেকে তাতে সাড়া মেলেনি। এ নিয়ে কার্যত তার কণ্ঠে উঠে এসেছে হতাশার সুর।

  বিএনপির এই মহাসচিব বলেন, ‘আমরা দেশের বাইরে ভারতীয় নেতাদের সঙ্গে বৈঠকের চেষ্টা করেছি। আমরা ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ চেয়েছিলাম এবং তিনবার সাক্ষাৎ করেছি। কিন্তু এতে মনে হয়েছে, ভারতীয় কূটনীতিকরা বিএনপির সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী নন। সম্ভবত বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে ভারতীয় কূটনীতিকরা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি চান না। ’

  তবে ঢাকায় নিযুক্ত ভারতীয় কূটনীতিকরা বলছেন, বিএনপি তাদের ক্ষমতার মেয়াদে করা কর্মের প্রায়শ্চিত্ত করছে। কিন্তু ফখরুল বলেন, আমরা ভারতের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। এমনকি ২০১২ সালে নয়াদিল্লিতে বেগম খালেদা জিয়ার সফরের সময়ও। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর আমরা ভেবেছিলাম পরিস্থিতির উন্নতি ঘটবে। মোদির সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেছিলেন খালেদা জিয়া। কিন্তু তারপর আর কোনো কিছুর পরিবর্তন ঘটেনি। কোনো ফলোআপও নেই।

  মির্জা ফখরুল বলেন, আমরা হতাশ হয়েছিলাম। চলতি বছরের আগস্টে আমরা বিজেপির সাধারণ সম্পাদক রাম মাদভের সঙ্গে ব্যাংককে বৈঠকের চেষ্টা করেছিলাম। কিন্তু ভারতীয় পক্ষ এ বৈঠকের ব্যাপারে কোনো সাড়া দেয়নি।

  প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন মূলত ফখরুলই। এছাড়া খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দীর্ঘদিন ধরে লন

  সম্পর্কিত পোস্ট:


  নোটঃ বিএনপি ইসলামি আইন ও মৌলবাদে বিশ্বাস করে না Download করতে কোন ধরনের সমস্যা হলে আমাদেরকে জানান। যোগাযোগ করতে এখানে ক্লিক করুন।

  মীযান জামাতের সমস্ত কিতাব PDF Download

  নাহবেমীর জামাতের কিতাব PDF Download

  হেদায়াতুন নাহু জামাতের কিতাব PDF Download

  কাফিয়া জামাতের কিতাব PDF Download

  শরহে জামী জামাতের কিতাব PDF Download

  জালালাইন জামাতের কিতাব PDF Download

  মেশকাত জামাতের কিতাব PDF Download

  দাওরায়ে হাদিসের কিতাব সমূহ PDF Download

  মাদানী নেসাবের কিতাবসমূহ PDF Download