প্রশ্ন
‘মোবাইল’ ফোনেরই আধুনিক সংস্করণ। কিন্তু এ আবিষ্কার শুধু কথোপকথন পর্যন্ত সীমাবদ্ধ রাখেনি বরং মোবাইলের সাথে আজকাল ক্যামেরা এবং ভিডিও, ইন্টারনেটসহ সবধরনের সুবিধা রয়েছে। মোবাইলের এ সুবিধাগুলো আজকাল ভাল-খারাপ উভয় ক্ষেত্রেই ব্যবহার হতে দেখা যায়। তাই
প্রশ্ন দাঁড়ায় এ সকল সুবিধাযুক্ত মোবাইল
ক্রয়-বিক্রয় জায়েয কি না?
প্রশ্ন দাঁড়ায় এ সকল সুবিধাযুক্ত মোবাইল
ক্রয়-বিক্রয় জায়েয কি না?
উত্তর
এসব মোবাইল ক্রয়-বিক্রয় জায়েয। তবে অবৈধ কোনো কাজে তা ব্যবহার করা জায়েয নয়। -আদ্দুররুল মুখতার ৬/৩৯১, আল- বাহরুররায়েক ৮/২০২, জাওয়াহিরুল ফিকহ ২/৪৪৬, বুহুস ফী কাযায়া ফিকহিয়্যাহ
১/৩৫৯৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
১/৩৫৯৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন