প্রশ্ন
মসজিদে বসে ইন্টারনেট অর্থাৎ ফেইসবুক বা অন্য কোন কাজের জন্য ইন্টার্নেট ব্যবহার করা যাবে কিনা?
উত্তর
ইন্টারনেট কে যেমন ভাবে খারাপ কাজে ব্যবহার করা যায়, তেমনি ভাল কাজেও ব্যবহার করা যায়৷ আর মসজিদ ভাল কাজ করার জায়গায়, খারাপ কাজের কোন প্রকার সুযোগ নেই৷ তাই যদি মসজিদে ইন্টার্টেনের মাধ্যমে ভাল ও দ্বীনী কোন কাজ করে, তাহলে মসজিদে বসে ইন্টারনেট, ফেইসবুক ব্যবহার জায়েজ হবে। তবে খুব খেয়াল রাখতে হবে যেন কোন ভাবেই কোন নাজায়েজ কাজ না হয়৷ কোন নাজায়েয ছবি বা ভিডিও দৃষ্টিগোচর হয়ে না যায়। দ্বীনী কাজ ছাড়া এমনিতে মসজিদে বসে ইন্টারনেট ব্যবহার করা যাবে না।
আর ফেইসবুক ব্যবহার করতে গিয়ে যেহেতু মাঝে মাঝে ছবি ও অন্যান্য বিষয়ও চলে আসে, তাই ব্যবহার না করাই উচিত।
আলবাহরুর রায়েক৫/৪১৯৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া৷
01756473393
আর ফেইসবুক ব্যবহার করতে গিয়ে যেহেতু মাঝে মাঝে ছবি ও অন্যান্য বিষয়ও চলে আসে, তাই ব্যবহার না করাই উচিত।
আলবাহরুর রায়েক৫/৪১৯৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া৷
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন