প্রশ্ন
জনৈক মহিলার গর্ভে সন্তান মারা যাওয়ার পর সিজারে মৃত বাচ্চাটিকে বের করা হয় ৷ জানার বিষয় হল, উক্ত বাচ্চার জানাযা, কাফন-দাফন ইত্যাদি করতে হবে কি না? তার ব্যপারে শরীয়তের বিধান কি? স্ববিস্তারে জানালে উপকৃত হব ৷
উত্তর
মৃত সন্তান ভূমিষ্ট হলে নিয়ম হল, তার নাম রেখে গোসল দিয়ে একটি কাপড়ে পেঁচিয়ে দাফন করে দেওয়া। মৃত ভূমিষ্ট শিশুর জানাযা পড়ার নিয়ম নেই।
অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত বাচ্চার জানাযা ও কাফন দিতে হবে না ৷ একটি কাপড়ে পেঁচিয়ে দাফন করে দিবে৷
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং,১১৭২৪; বাদায়েউস সনায়ে ২/২৮; ফাতাওয়া খানিয়া ১/১৮৭৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত বাচ্চার জানাযা ও কাফন দিতে হবে না ৷ একটি কাপড়ে পেঁচিয়ে দাফন করে দিবে৷
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং,১১৭২৪; বাদায়েউস সনায়ে ২/২৮; ফাতাওয়া খানিয়া ১/১৮৭৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
ছোট বাচ্চার জানাযার দোয়া
মৃত বাচ্চার নাম রাখা
শিশুর জানাযার নিয়ম
মৃত বাচ্চার গোসলের নিয়ম
গর্ভে সন্তান মারা গেলে ইসলাম কি বলে
জন্মের পর বাচ্চা মারা গেলে
মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার ফজিলত
মৃত ব্যক্তির গোসলের নিয়ম