প্রশ্ন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মে’রাজে আল্লাহকে সরাসরি স্বচক্ষে দেখেছেন নাকি শুধু কথা শুনেছেন?
দলিল সহ জানাবেন ।
দলিল সহ জানাবেন ।
উত্তর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মে’রাজে তাআলাকে সরাসরি স্বচক্ষে দেখেছেন কি না এ বিষয়ে সাহাবায়ে কেরাম থেকে দুই ধরনের মত রয়েছে। যথাঃ
১৷ সরাসরি স্বচক্ষে দেখেছেন৷
২৷ সরাসরি স্বচক্ষে দেখেন নি৷ শুধু কথা শুনেছেন৷
প্রথম মত অনুযায়ী রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে, আল্লাহকে দেখেছেন তা এমন বৈশিষ্ট্যের সাথে দেখেছেন, যেভাবে দেখাটা জীবিত অবস্থায় অন্য কোনো ব্যক্তির নসীব হয়নি, হবেও না৷ তবে রাসূলুল্লাহ সাঃ আল্লাহ কে দেখার ধরন কী ছিল, কীভাবে দেখেছেন তা সুনির্দিষ্টভাবে জানা নেই। তাই কোনো একটি মতকে প্রাধান্য না দিয়ে ঐ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকাই শ্রেয়।
-ফাতহুল বারী ৮/৪৭৪; সহীহ মুসলিম ১/৯৮-৯৯; তাফসীরে মাআরিফুল কুরআন ৮/২০৪; ফাতহুল মুলহিম ১/৩৩৬৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
01756473393
১৷ সরাসরি স্বচক্ষে দেখেছেন৷
২৷ সরাসরি স্বচক্ষে দেখেন নি৷ শুধু কথা শুনেছেন৷
প্রথম মত অনুযায়ী রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে, আল্লাহকে দেখেছেন তা এমন বৈশিষ্ট্যের সাথে দেখেছেন, যেভাবে দেখাটা জীবিত অবস্থায় অন্য কোনো ব্যক্তির নসীব হয়নি, হবেও না৷ তবে রাসূলুল্লাহ সাঃ আল্লাহ কে দেখার ধরন কী ছিল, কীভাবে দেখেছেন তা সুনির্দিষ্টভাবে জানা নেই। তাই কোনো একটি মতকে প্রাধান্য না দিয়ে ঐ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকাই শ্রেয়।
-ফাতহুল বারী ৮/৪৭৪; সহীহ মুসলিম ১/৯৮-৯৯; তাফসীরে মাআরিফুল কুরআন ৮/২০৪; ফাতহুল মুলহিম ১/৩৩৬৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
ইমাম আবু হানিফা আল্লাহকে দেখেছেন
নবীজির মেরাজের ঘটনা
মেরাজের ঘটনা বিজ্ঞান
মেরাজের আলোচনা
মিরাজ কখন সংঘটিত হয়
মেরাজের গোপন কথা
শবে মেরাজের ১৪ দফা
রাসূল (সা:) মিরাজের রজনীতে আরশে কোন সাহাবীর পায়ের