প্রশ্ন
হুজুর বর্তমানে এমন বহুত দেখা যায় যে, মুরগ ছাড়া-ই মুরগী থেকে মেশিনের মাধ্যমে ডিম উৎপাদন করা হয় । আবার মুরগী ছাড়াও মেশিনের মাধ্যমে মুরগী উৎপাদন করা হয় । তাই জানার বিষয় হল, মেশিনে উৎপাদিত ডিম ও মুরগী খাওয়া শরীয়তে জায়েয কি না?
উত্তর
শরীয়তের মূলনীতি হলো প্রত্যেক বস্তুর আসল হলো মুবাহ বা হালাল হওয়া ৷ তাই যতক্ষন পর্যন্ত এসব ডিম ও মুরগী উৎপাদনে হারাম হওয়ার কোন কারণ পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত এসব ডিম ও মুরগী খাওয়া হালাল হবে ৷ অদ্য পর্যন্ত এসব ডিম ও মরগী উৎপাদনে হারাম হওয়ার কোন কারন পাওয়া যায় নি ৷ তাই এসব ডিম ও মুরগী খাওয়াতে কোন সমস্যা নেই।
ফতওয়ায়ে শামী ১/২২১ ৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
01756473393
ফতওয়ায়ে শামী ১/২২১ ৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
দেশি মুরগির বাচ্চার রোগ ও প্রতিকার
ডিম উৎপাদনের জন্য বিশ্বের সর্বাপেক্ষা জনপ্রিয় মুরগির জাত কোনটি
মুরগির বাচ্চা ঝিমানো ঔষধ
মুরগির বাচ্চা পালনের নিয়ম
মুরগির বাচ্চা বিক্রি
আসিল জাতের মুরগি এদেশে উপযোগী কেন
মুরগির বাচ্চার খাবার