প্রশ্ন
যদি একই দেশের বিভিন্ন স্থানে স্বর্ণ-রূপার বিভিন্ন দর প্রচলিত থাকে তাহলে টাকা-পয়াসা ও ব্যবসার সম্পদের যাকাতের নিসাব নির্ধারণের ক্ষেত্রে কোন স্থানের দর ধর্তব্য হবে? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
আমাদের দেশে রূপার ক্ষেত্রে সরকার কর্তৃক কোনো একক দর নির্ধারিত থাকে না। তাই যদিদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন দরে রূপার লেনদেন হয় তাহলে সেক্ষেত্রে যাকাতদাতার সম্পদ যে স্থানেরয়েছে সে স্থানের কাঁচা রূপার দর অনুযায়ী নিসাব নির্ধারণ করতে হবে।
-আলমুহীতুল বুরহানী ৩/১৬৪; আদ্দুররুল মুখতার ২/২৮৬; ফাতহুল কাদীর ২/১৬৭; আলবাহরুর রায়েক ২/২২৯; আলফিকহুল ইসলামী ও আদিল্লাতুহু ২/৭৬০; মাজমূআতুল ফাতাওয়াশ শারইয়াহ ৭/৭৪
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ করে কোন প্রতিষ্ঠান
বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়
বাংলাদেশী টাকার বর্তমান বিনিময় হার
বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ১৯৪৭
বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের অবস্থান
স্থির বিনিময় হার পদ্ধতির অসুবিধা
বৈদেশিক মুদ্রা বিনিময় হার
বৈদেশিক লেনদেন নিষ্পত্তির জন্য কোন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে