-নশরুত্তীব-৮০
আসলে রাসূল সাঃ এর ভ্রমণ দুইবার হয়েছে ৷ স্বপ্নযোগেও হয়েছে। আবার জাগ্রত অবস্থায় স্বশরীরেও
হয়েছে। প্রথমে হয়েছে স্বপ্নে। তারপর হয়েছে জাগ্রত অবস্থায় স্বশরীরে। এটাই সঠিক ৷ কারণ শুধু স্বপ্নযুগে হলে মক্কার কাফেররা আশ্চর্য হত না। কারণ স্বপ্নে মানুষ কত কিছুই দেখে ৷ এতে কেউ আশ্চর্য হয় না। সুতরাং বুঝা গেলে রাসূল সাঃ এর মে’রাজ জাগ্রত অবস্থা স্বশরীরেও হয়েছে শুধু স্বপ্নযুগে নয় ৷
-শরহুস সীরাতিন নাবাবিয়্যাহ লিইবনে হিশাম-১/২৪৪৷
মুফতী মেরাজ তাহসীন মুফতী জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
Leave a comment