প্রশ্ন
হুজুর একটি প্রশ্ন, আমাদের নবীজি সাঃ এর মে’রাজ কি স্বশরীরে হয়েছিল নাকি স্বপ্নযুগে হয়েছিল? অনেকে বলে যে মে’রাজ স্বপ্ন এর মাধ্যমে হয়েছিল। কিন্তু আমার জানা মতে মে’রাজ হুজুর (সাঃ) এর স্বশরীরে হয়েছিল। আসলে কোনটা সঠিক? জানাবেন ৷
উত্তর
সংখ্যাগরিষ্ঠ আহলে সুন্নত ওয়াল জামাআতের মত হল, মে’রাজ নবীজি সাঃ এর জাগ্রত অবস্থায় স্বশরীরে হয়েছে। এটি ইজমায়ে উম্মত দ্বারা প্রমানিত ।
-নশরুত্তীব-৮০
-নশরুত্তীব-৮০
আসলে রাসূল সাঃ এর ভ্রমণ দুইবার হয়েছে ৷ স্বপ্নযোগেও হয়েছে। আবার জাগ্রত অবস্থায় স্বশরীরেও
হয়েছে। প্রথমে হয়েছে স্বপ্নে। তারপর হয়েছে জাগ্রত অবস্থায় স্বশরীরে। এটাই সঠিক ৷ কারণ শুধু স্বপ্নযুগে হলে মক্কার কাফেররা আশ্চর্য হত না। কারণ স্বপ্নে মানুষ কত কিছুই দেখে ৷ এতে কেউ আশ্চর্য হয় না। সুতরাং বুঝা গেলে রাসূল সাঃ এর মে’রাজ জাগ্রত অবস্থা স্বশরীরেও হয়েছে শুধু স্বপ্নযুগে নয় ৷
-শরহুস সীরাতিন নাবাবিয়্যাহ লিইবনে হিশাম-১/২৪৪৷
মুফতী মেরাজ তাহসীন মুফতী জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন