প্রশ্ন
কিছুদিন যাবৎ বৃষ্টির কারণে রাস্তাঘাট কাদায় ভরে গেছে ৷ বের হলেই কাপড় কাদায় ভরে যায় ৷ তাই জানার বিষয় হল, এর হুকুম কী? এগুলো কাপড়ে বা গায়ে লাগলে তা নিয়ে নামায পড়া যাবে কী?
উত্তর
বৃষ্টিপাতের কারণে রাস্তার কাদায় বা পানিতে স্পষ্ট নাপাক দেখা না গেলে সেই কাদা বা পানি পাক হিসেবে গন্য হবে ৷ তা শরীরে বা কাপড়ে লাগলে তা ধৌত করা ছাড়া নামায পড়া জায়েজ। কেননা এ থেকে বাঁচা অসম্ভব। তবু ধুয়ে নেয়া উত্তম।
আর যদি কাদায় বা পানিতে স্পষ্ট নাপাকি দেখা যায়, তাহলে তা নাপাক হিসেবে গন্য হবে ৷ এবং না ধুয়ে তা নিয়ে নামায পড়লে নামায হবে না ৷
-হেদায়া-১/৭৬; রদ্দুল মুহতার, ১/৫৩০; ফাতওয়ায়ে হিন্দিয়া-১/৪৩; ফাতওয়ায়ে মাহমুদিয়া-৫/১২৮৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
আর যদি কাদায় বা পানিতে স্পষ্ট নাপাকি দেখা যায়, তাহলে তা নাপাক হিসেবে গন্য হবে ৷ এবং না ধুয়ে তা নিয়ে নামায পড়লে নামায হবে না ৷
-হেদায়া-১/৭৬; রদ্দুল মুহতার, ১/৫৩০; ফাতওয়ায়ে হিন্দিয়া-১/৪৩; ফাতওয়ায়ে মাহমুদিয়া-৫/১২৮৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন