প্রশ্ন
রোজা রাখা অবস্থায় পর্নোগ্রাফি দেখার কারণে বীর্যপাত হলে রোজা কি নষ্ট হয়ে যাবে?
উত্তর
রোজা রাখা অবস্থায় শুধু পর্নোগ্রাফি দেখার কারণে রোজা নষ্ট হবে না। চাই রমজানের রোজা হোক বা অন্য রোজা হোক। তবে যদি হস্তমৈথনের কারণে বীর্যপাত হয়, তাহলে রোজা ভেঙ্গে যাবে। এই রোজা পুনরায় কাজা করতে হবে, কাফফারা দিতে হবে না। তবে সর্বাবস্থায় এধরনে গর্হিত কাজ থেকে সকলের জন্য বিরত থাকা অপরিহার্য৷
(কিতাবুল আসল ২/২০৩) (হেদায়া ১/২১৭) (ফথুল কাদির ২/৩৩৭) (বাহরুর রায়েক ২/৪৭৬)
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
সম্পর্কিত পোস্ট: আমি ২৫ রমযানে দিনের বেলা ভুলক্রমে খেয়ে ফেলি। খাওয়া শেষে রবিউল আওয়াল, রবিউস সানী, জুমাদাল উলা, জুমাদাল উখরা, যিলকদ-এই মাসগুলোতে... আমি এ বছর হজ্বে যাওয়ার নিয়ত করেছি। আমার প্রশ্ন হল ১. আমি লোকমুখে শুনেছি যে, রোযা অবস্থায় যদি শরীর থেকে ক্বেরাত স্মরণ করার জন্য তারাবীর নামাযের সিজদায় গিয়ে তিলাওয়াত করা ৷ এক ব্যক্তি অসুস্থতার কারণে চোখে ড্রপ ব্যবহার করে এ সময় রমযান মাসে রোযা অবস্থায় অসুস্থতার কারণে এক ব্যক্তির বমি হয় গত বছর শাবান মাসের ২৯ তারিখ দুপুরে আমার পিতা সড়ক... একজন বলল, রমযান মাসে রোযা অবস'ায় মাসিক শুরু হলে বাকি... আমি কলেজে পড়ি। ছোট থেকেই নামায-রোযার প্রতি মনোযোগী ছিলাম। কিন্তু... সেহরী না খেয়ে নফল রোযা রাখা৷ আমি নরওয়ের প্রবাসী। আমি যে অঞ্চলে থাকি সেখানের শীত ও... কোনো কোনো এলাকায় দেখা যায়, রমযানের শেষ দশ দিনে এলাকাবাসী আমার দাদা প্রায় প্রতি বছরই রমযানের শেষ দশ দিন ইতিকাফ... গত রোযার মাসে আমি কয়েকদিন অসুস্থ ছিলাম। একদিন দিনের বেলায়... পিঠে তীব্র ব্যথার কারণে গত মহররমের রোযা অবস্থায় আমি শিঙ্গা... আশুরার রোযার বিধান ও রাখার পদ্ধতি৷ আমি গত রমযানে আমাদের মহল্লার মসজিদে ইতিকাফ করার ইচ্ছা করি।... রোযা অবস্থায় রক্ত দিলে কি রোযা নষ্ট হয়ে যাবে শাওয়াল মাসের ছয় রোযার ফযীলত, হুকুম ও রাখার পদ্ধতি ৷ হুজুর আমার বড় ভাই হাফেয ও আলেম। আমার আব্বা ও... ২২ ই রজবে শিরনী পাকিয়ে বাড়ি বাড়ি বন্টন করা ৷ রোযা অবস্থায় ইনসুলিন, স্যালাইন, গ্লুকোজ স্যালাইন, ইঞ্জেকশন নেয়া ৷ কেউ যদি শাওয়াল মাসে রমযানের কাযা রোযা রাখে এবং এর আমি এ বছর হজ্বে যাওয়ার নিয়ত করেছি। ৫ যিলহজ্ব আমার তারাবীহ নামাযে ১৭ নং রাকাতে হাফেয সাহেব সিজদার আয়াত না তারাবীহ নামায বিশ রাকাতের কম পড়লে তারাবীর সুন্নত আদায় হবে কি? নাবালেগ ছেলে মেয়ে যদি রমযানের রোযা রেখে তা ভেঙ্গে ফেলে জনৈক ব্যক্তি তার স্ত্রীর সাথে তর্ক-বিতর্কের একপর্যায়ে রাগের মাথায় বলে জনৈকা মহিলা নিজ ঘরেই সুন্নত ইতিকাফ শুরু করেছে। তিন দিন...
রোজা রাখা অবস্থায় পর্নোগ্রাফি দেখার কারণে বীর্যপাত হলে রোজা কি… Download করতে কোন ধরনের সমস্যা হলে আমাদেরকে জানান।