প্রশ্ন
মুফতী সাহেব! রোযা অবস্থায় কি শরীর থেকে রক্ত দেয়া যাবে? যদি কেউ রোযা অবস্থায় রক্ত দেয় তাহলে তার রোযা ভেঙ্গে যাবে? অনুগ্রহপুর্ব জানাবেন ৷
উত্তর
হ্যাঁ, রোযা অবস্থায় শরীর থেকে রক্ত দেয়া যাবে ৷ রক্ত দেয়ার কারণে রোযা ভাঙ্গবে না ৷ তবে বিশেষ জরুরত ছাড়া শরীর থেকে এ পরিমাণ রক্ত দেয়া মাকরূহ, যার কারণে ঐ দিন রোযা পূর্ণ করার শক্তি হারিয়ে যাওয়ার আশঙ্কা হয়।
-সহীহ বুখারী, হাদীস: ১৯৩৮,আলমুহীতুল বুরহানী ৩/৩৫৬; আলবাহরুর রায়েক ২/২৭৩; আল ইসলাম ওয়াত্তীব্বুল হাদীস পৃ: ৩২৫ ৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
-সহীহ বুখারী, হাদীস: ১৯৩৮,আলমুহীতুল বুরহানী ৩/৩৫৬; আলবাহরুর রায়েক ২/২৭৩; আল ইসলাম ওয়াত্তীব্বুল হাদীস পৃ: ৩২৫ ৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
রোজা রেখে রক্ত পরীক্ষা করা যাবে
রোজা রেখে রক্ত বের হলে
রক্ত নিলে কি রোজা ভেঙ্গে যায়
রোজা রেখে রক্ত নেওয়া যাবে কি
দাঁত দিয়ে রক্ত পড়লে রোজা
রোজা অবস্থায় ইনজেকশন দেওয়া যাবে কি
রোজায় রক্তদান
রোজা রেখে চোখে ড্রপ