প্রশ্ন
হুজুর আমি ঢাকা সিলেট রোডে গাড়ি চালাই । আমার বাসা ঢাকায় । প্রতিদিন গাড়ি নিয়ে সিলেটে
আসা-যাওয়া করতে হয়। মাঝে মাঝে সিলেটে থাকি ৷ তবে নির্ধারিত কোন বাসা নেই ৷ হোটেলে থাকি ৷ জানার বিষয় হলো আমি সিলেটে আসা-যাওয়ার সময় ও সেখানে থাকলে নামায কসর পড়ব না পূর্ণ পড়ব?
আসা-যাওয়া করতে হয়। মাঝে মাঝে সিলেটে থাকি ৷ তবে নির্ধারিত কোন বাসা নেই ৷ হোটেলে থাকি ৷ জানার বিষয় হলো আমি সিলেটে আসা-যাওয়ার সময় ও সেখানে থাকলে নামায কসর পড়ব না পূর্ণ পড়ব?
উত্তর
প্রশ্নে বর্নিত ক্ষেত্রে সিলেটে সফরকালে পথিমধ্যে আপনি মুসাফির গণ্য হবেন। ঢাকা সীমানা থেকে বের হওয়ার পর থেকে নামায কসর পড়বেন ৷ এবং সিলেটে পৌঁছে এক এলাকায় ১৫ দিন বা তার বেশি অবস্থানের নিয়ত না থাকলে সেখানেও মুসাফির হিসাবে নামায কসর করবেন। আর যদি ১৫ দিন বা তার চেয়ে বেশি সময় অবস্থানের নিয়ত করেন তাহলে পুর্ন নামায পড়বেন ৷
-খুলাসাতুল ফাতাওয়া ১/১৯৭; আদ্দুররুল মুখতার ২/১২৩; আলবাহরুর রায়েক ২/১৩০৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
-খুলাসাতুল ফাতাওয়া ১/১৯৭; আদ্দুররুল মুখতার ২/১২৩; আলবাহরুর রায়েক ২/১৩০৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন